ইমান ও কুফরের পার্থক্যকারী কোনটি?
রিফাতের কর্মকাণ্ডে আখলাকে যামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে?
আল্লাহ কিছু বস্তু হালাল ও কিছু বস্তু হারাম করেছেন কেন?
শরিয়তের উৎস কয়টি?
সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতি পরিলক্ষিত হয়?
“যাকাত ইসলামের সেতু” – এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?
প্রতিশ্রুতি ভঙ্গ করা কার চরিত্র?
জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-
রহিমার কর্মকাণ্ডে হাদিসের কোন শিক্ষায় বহিঃপ্রকাশ ঘটেছে?
রফিক তার কর্মকাণ্ড দ্বারা-
i. হাশরে শহিদদের সঙ্গী হবেন
ii. সম্মান ও মর্যাদার অধিকারী হবেন
iii. মানসিক প্রশান্তি লাভ করবেন
নিচের কোনটি সঠিক?
আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?
একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?
জামাল সাহেবের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে?
কামালের কর্মকাণ্ডে অর্জিত হবে—
i. রাসুলের আদর্শ
ii. ইমানের পূর্ণতা
iii. আল্লাহর সন্তুষ্টি
কোন যুদ্ধে সর্বাধিক হাফিযে কুরআন শাহাদত বরণ করেন?
'মুজামুল বুলদান' গ্রন্থখানা কার লেখা?
হাদিসে কোন গুণটিকে পুরোটাই কল্যাণময় বলা হয়েছে?
ইমানের মূল বিষয় কয়টি?
ইমাম আবু হানিফা (র.)-কে ইসলামি আইনি শাস্ত্রের জনক বলা হয় কেন?
আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?