অগ্ন্যাশয়ের কোন কোষের ক্ষরণ রক্তের গ্লুকোজের মাত্রা কমায়?
অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হরমোন কোনটি?
মাখনে যে খাদ্য উপাদান রয়েছে তা কোন এনজাইম পরিপাক করে ?
কোনটির প্রভাবে পরিপাককারী এনজাইমসমূহ অন্ত্রে সক্রিয় হয়?
যকৃত আমাদের দেহের জন্য প্রয়োজনীয় অনেক পদার্থ সঞ্চয় করে। এসব পদার্থের মধ্যে রয়েছেi. গ্লাইকোজেনii. ভিটামিনiii. খনিজ লবণনিচের কোনটি সঠিক?
পিত্তরসের কাজ হচ্ছে— i. চর্বিজাতীয় খাদ্যকে ইমালসিফাই করাii. ভিটামিন A, D, E ও K শোষণে সহায়তা করেiii. কপার, জিংক, পারদ ও টক্সিন পদার্থ নিষ্কাশিত করা
নিচের কোনটি সঠিক?
গ্লুকাগন— i. আলফা কোষ থেকে নিঃসৃত হয়ii. রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়iii. ইনসুলিনের বিপরীত কাজ করে
অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়— i. গ্যাস্ট্রিনii. ইনসুলিনiii. ট্রিপসিননিচের কোনটি সঠিক?
পৌষ্টিকনালির সঞ্চালন নিয়ন্ত্রণ করে কোনটি?
লালা নিঃসরণ নিয়ন্ত্রণ করে-
খাবার পাকস্থলিতে প্রবেশের পূর্বে কোন পর্যায়টি শুরু হয়?
পাকস্থলির কোন স্নায়ু সেফালিক পর্যায়ে গ্যাস্ট্রিক রস নিঃসরণের উত্তেজনা প্রাপ্ত হয়?
সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত হয় নিচের কোনটি থেকে?
স্টার্চ + গ্লাইকোজেন →এনজাইম মল্টোজ, এ বিক্রিয়াটি কোন এনজাইমের প্রভাবে সংঘটিত হয়?
দুধের আমিষের নাম কী?
নিচের কোনটিকে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলা হয়?
কোন হরমোনটি দৈহিক ওজন হ্রাস করে?
প্রথম আবিষ্কৃত হরমোন কোনটি?
সিক্রেটিন—i. গ্যাস্টিক রস নিঃসরণ বন্ধ করেii. অগ্ন্যাশয় রস নিঃসরণকে নিয়ন্ত্রণ করেiii. ডিওডেনামের মিউকোসা থেকে ক্ষরিত হয়নিচের কোনটি সঠিক?
গ্যাস্ট্রিক জুস i. কোষীয় নিঃসরণের মিশ্রণ ii. পাকস্থলির প্রাচীর রক্ষা করেiii. প্রোটিনকে পেপটোনে পরিণত করেনিচের কোনটি সঠিক?