RNA এর কোন অংশে অ্যামিনো এসিড যুক্ত হয়?
আদি কোষে রাইবোসোম কোন প্রকৃতির?
কোন উপ-পর্যায়ে ক্রসিং ওভার ঘটে?
মায়োসিস কোষ বিভাজন দ্বারা কোন সূত্রের ব্যাখ্যা দেওয়া সম্ভব?
জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি হয় কোনটির মাধ্যমে?
Plasmodium malariae-র সুপ্তাবস্থা কত দিন?
ক্রপের প্রাচীরে সম্ভাব্য উত্তসিস্টের সংখ্যা-
ব্যাকটেরিওফাজ এক প্রকার-
Y চিহ্নিত গঠনটি
(i) গ্যাস বিনিময় করে
(ii) উদ্ভিদকে শীতল রাখে
(iii) সালোকসংশ্লেষণে ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
Nematoda পর্বের প্রাণীর জন্য প্রযোজ্য-
(i) যৌন দ্বিরূপতা দেখা যায়
(ii) দেহ অনমনীয়
(iii) নলের ভিতর নল বিদ্যমান।
সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন সরীসৃপে দেখতে পাওয়া যায়?
গোলীয় প্রতিসাম্যের উদাহরণ কোনটি?
কার্প জাতীয় মাছের ক্ষেত্রে-
(i) মাথা আঁইশযুক্ত নয়
(ii) সারাদেহে প্ল্যাকয়েড আঁইশ
(iii) পটকা থাকে
রুই মাছে কয় ধাপে শ্বাসক্রিয়া ঘটে?
রুই মাছের ফুলকার প্রত্যেক অর্ধাংশকে কী বলে?
ট্রাকিওলের বৈশিষ্ট্য হলো-
(i) প্রান্তভাগ বন্ধ
(ii) দেহকোষ হতে দূরে অবস্থান করে
(iii) ট্রাকিওল রস দ্বারা পূর্ণ থাকে
ভেনাস হার্টের বৈশিষ্ট্য হলো-
(i) ২টি অ্যাট্রিয়াম ও ১টি নিলয় থাকে
(ii) সাইনাস ভেনোসাস থাকে
(iii) CO2 যুক্ত রক্ত বহন করে
ব্যাধিগ্রস্থ বিভৎস স্থূলতার জন্য BMI কত?
মিউকাস ক্ষরিত হয়-
(i) লিবারকুন গ্রন্থি থেকে
(ii) ব্রুনার্স গ্রন্থি থেকে
(iii) গবলেট কোষ থেকে
হার্টের কার্যক্ষমতা বোঝার জন্য কোন পরীক্ষাটি করা হয়?
MRI
Ecocardiogram
ETT
ECG