কোনটি হেপাটিক সিকার কাজ?
লিগিউল নামক অংশটি ঘাসফড়িং এর কোন অঙ্গে পাওয়া যায়?
কোনটির মাধ্যমে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ অপসারিত হয়?
মধ্য পৌষ্টিকনালিতে কত জোড়া গ্যাস্ট্রিক গ্রন্থি বিদ্যমান?
ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্রের মেসেন্টেরনের অন্তঃপ্রাচীর কী দ্বারা নির্মিত?
কোন অংশটি ঘাসফড়িংয়ের পৌষ্টিকনালির প্রোক্টোডিয়ামের অন্তর্ভুক্ত?
কোনটি মুখোপাঙ্গ দ্বারা বেষ্টিত থাকে?
ঘাসফড়িং এর পরিপাকনালির ত্রিকোনাকার গঠনটির নাম কী?
প্রোক্টোডিয়ামের প্যাচবিহীন, চওড়া, নলাকার অংশটিকে কী বলে?
কার্ডো কোন মুখোপাঙ্গের অংশ?
ঘাসফড়িংয়ের মুখে ম্যাক্সিলার সংখ্যা কত?
ঘাসফড়িং এ ল্যাসিনিয়া পাওয়া যায় মুখোপাঙ্গের কোনটিতে?
ল্যাসিনিয়া কোন উপাঙ্গের অংশ?
কোনটি ঘাসফড়িংয়ের ল্যাবিয়ামের অংশ নয়?
ল্যাবিয়াল পাল্প কত সন্ধিবিশিষ্ট?
ঘাসফড়িং এর মুখগহ্বরের মধ্যবর্তী স্থানে অবস্থিত পর্দার মতো ক্ষুদ্র উপাঙ্গ থাকে। একে কী বলে?
প্রোক্টোডিয়ামের অংশগুলো হলো-i. গিজার্ডii. ইলিয়ামiii. কোলননিচের কোনটি সঠিক?
ল্যাব্রাম এর কাজ হলো— i. খাদ্যবস্তু কাটাii. খাদ্য ধরে রাখাiii. স্বাদ গ্রহণ করানিচের কোনটি সঠিক?
লালাগ্রন্থি নিঃসৃত লালার কাজ—i. মুখগহ্বরের খাদ্যকে পিচ্ছিল করেii. বিষাক্ত পদার্থের কার্যকারিতা হ্রাস করে iii. খাদ্য সম্পূর্ণ পরিপাকে সহায়তা করেনিচের কোনটি সঠিক?
ঘাসফড়িংয়ের কোন তন্ত্রটি ট্রাকিয়াল তন্ত্র নামে পরিচিত?