আগরতলা মামলার আসামিপক্ষের আইনজীবী ছিলেন-
i. টমাস উইলিয়াম
ii. ড. আলিম-আল-রাজী
iii. খান বাহাদুর ইসলাম খান
নিচের কোনটি সঠিক?
আগরতলা মামলার রাষ্ট্রপক্ষ সাক্ষীদের দাঁড় করায়-
i. নির্যাতনের ভয় দেখিয়ে
ii. চাকরির লোভ দেখিয়ে
iii. লাইসেন্সের লোভ দেখিয়ে
আগরতলা মামলা প্রমাণিত হয়-
i. মিথ্যা বলে
ii. প্রহসনমূলক বলে
iii. উদ্দেশ্যমূলক বলে
ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে কোথায় সর্বদলীয় বৈঠকে বসার আহ্বান জানান?
১৯৬৯ সাল কী জন্য বিখ্যাত?
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ কী?
কখন পাক-ভারত যুদ্ধ শুরু হয়?
পাক-ভারত যুদ্ধ কত দিন স্থায়ী হয়েছিল?
সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়?
কত সালে ১১ দফা দাবি উপস্থাপিত হয়?
কোন সালে শামসুজ্জোহাকে হত্যা করা হয়?
কত সালে শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?
১৯৬৯ সালে সর্বদলীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
আইয়ুব খান কত সালে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে বিদায় নেন?
ইয়াহিয়া খান ক্ষমতা লাভ করেন কখন?
আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন কেন?
শেখ মুজিবুর রহমানকে কোথায় গণসংবর্ধনা দেওয়া হয়?
পাকিস্তান পিপলস পার্টির নেতা কে ছিলেন?
প্রেসিডেন্ট আইয়ুব খান কত তারিখে মোনায়েম খানকে অপসারণ করেন?
প্রেসিডেন্ট আইয়ুব খান মোনায়েম খানকে অপসারণ করে কাকে নিয়োগ দেন?