পাকিস্তানের প্রথম গণপরিষদের সদস্যসংখ্যা কত ছিল?
প্রথম গণপরিষদে পূর্ব পাকিস্তানের সদস্যসংখ্যা কত ছিল?
দ্বিতীয় গণপরিষদ গঠন করা হয় কত সালে?
যুক্তফ্রন্ট গঠনের প্রেক্ষাপট কী?
i. লাহোর প্রস্তাবের সংশোধন
ii. নির্বাচন নিয়ে টালবাহানা
iii পূর্ব বাংলার স্বার্থ রক্ষায় প্রাদেশিক সরকারের ব্যর্থতা
নিচের কোনটি সঠিক?
যুক্তফ্রন্টের নেতা ছিলেন-
i. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
ii. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
iii. শেরে বাংলা এ. কে. ফজলুল হক
যুক্তফ্রন্টের দলগুলো ছিল-
i. আওয়ামী লীগ
ii. কৃষক-প্রজা পার্টি
iii. নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল
যুক্তফ্রন্টের ২১ দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল-
i. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
ii. ২১ ফেব্রুয়ারিকে শহিদ দিবস ঘোষণা করা
iii. বর্ধমান হাউস 'বাংলা একাডেমি' প্রতিষ্ঠা করা
১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ে মুখ্য ভূমিকা পালন করে-
i. একুশ দফা
ii. জাতীয়তাবাদ
iii. বৈষম্যমূলক রাজনীতি
পরাজয়ের আশঙ্কায় মুসলিম লীগ সরকার-
i. উপনির্বাচন দিতে ভয় পায়
ii. আইনসভার মেয়াদ ৩ বছর বৃদ্ধি করে
iii. বাংলাকে রাষ্ট্রভাষার দাবি মেনে নেয়
যেসব দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়-
i. আওয়ামী মুসলিম লীগ
ii. কৃষক-শ্রমিক পার্টি
iii. নিজাম-ই-ইসলাম
যুক্তফ্রন্টের নির্বাচন ইশতেহার ছিল-
i. রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি প্রদান
ii. পাট শিল্পকে জাতীয়করণ করা
iii. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন
যুক্তফ্রন্টের প্রচারণার মূল বিষয় ছিল-
i. শ্রমিকদের মজুরি বৃদ্ধি
ii. পাট জাতীয়করণ
iii. ইসলাম বিপন্ন
১৯৫৪ সালের নির্বাচনে ভোটারদের কাছে টানতে মুসলিম লীগের বক্তব্য ছিল-
i. ইসলাম বিপন্ন
ii. ভাষা বিপন্ন
iii. পাকিস্তান বিপন্ন
১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলা প্রাদেশিক আইনসভার আসন সংখ্যা-
i. মুসলিম আসন ২৩৭টি
ii. অমুসলিম আসন ৭২টি
iii. মহিলা আসন ১৫টি
১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ-
i. লাহোর প্রস্তাবের প্রতি অসম্মান
ii. মুসলিম লীগের আদর্শগত কোন্দল
iii. জনবিচ্ছিন্ন নেতৃত্ব
যুক্তফ্রন্টের কাছে যারা দেশময় ভোট প্রার্থনা করেন-
i. শেরে বাংলা
iii. মওলানা ভাসানী
যুক্তফ্রন্টের অনুপ্রেরণামূলক স্লোগান ছিল-
i. যুক্তফ্রন্ট জিন্দাবাদ
ii. হক-ভাসানী জিন্দাবাদ
iii. পাকিস্তান জিন্দাবাদ
যুক্তফ্রন্টের মন্ত্রিসভা বাতিল করা হয়-
i. ১৯৫৪ সালে
ii. ৩০ মে
iii. ৫৬ দিনের মাথায়
মুসলিম লীগের চরম ভরাডুবি হয়েছিল-
i. ১৯৪৭ সালের টাঙ্গাইলের উপনির্বাচনে
ii. ১৯৫৪ সালের নির্বাচনে
iii. ১৯৫৬ সালের নির্বাচনে
পাকিস্তানের উভয় অংশের মধ্যে একমাত্র মিল ছিল-