যুক্তফ্রন্ট গঠনের প্রেক্ষাপট কী?
i. লাহোর প্রস্তাবের সংশোধন
ii. নির্বাচন নিয়ে টালবাহানা
iii পূর্ব বাংলার স্বার্থ রক্ষায় প্রাদেশিক সরকারের ব্যর্থতা
নিচের কোনটি সঠিক?
যুক্তফ্রন্টের নেতা ছিলেন-
i. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
ii. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
iii. শেরে বাংলা এ. কে. ফজলুল হক
যুক্তফ্রন্টের দলগুলো ছিল-
i. আওয়ামী লীগ
ii. কৃষক-প্রজা পার্টি
iii. নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল
যুক্তফ্রন্টের ২১ দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল-
i. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
ii. ২১ ফেব্রুয়ারিকে শহিদ দিবস ঘোষণা করা
iii. বর্ধমান হাউস 'বাংলা একাডেমি' প্রতিষ্ঠা করা
১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ে মুখ্য ভূমিকা পালন করে-
i. একুশ দফা
ii. জাতীয়তাবাদ
iii. বৈষম্যমূলক রাজনীতি
পরাজয়ের আশঙ্কায় মুসলিম লীগ সরকার-
i. উপনির্বাচন দিতে ভয় পায়
ii. আইনসভার মেয়াদ ৩ বছর বৃদ্ধি করে
iii. বাংলাকে রাষ্ট্রভাষার দাবি মেনে নেয়
যেসব দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়-
i. আওয়ামী মুসলিম লীগ
ii. কৃষক-শ্রমিক পার্টি
iii. নিজাম-ই-ইসলাম
যুক্তফ্রন্টের নির্বাচন ইশতেহার ছিল-
i. রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি প্রদান
ii. পাট শিল্পকে জাতীয়করণ করা
iii. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন
যুক্তফ্রন্টের প্রচারণার মূল বিষয় ছিল-
i. শ্রমিকদের মজুরি বৃদ্ধি
ii. পাট জাতীয়করণ
iii. ইসলাম বিপন্ন
১৯৫৪ সালের নির্বাচনে ভোটারদের কাছে টানতে মুসলিম লীগের বক্তব্য ছিল-
i. ইসলাম বিপন্ন
ii. ভাষা বিপন্ন
iii. পাকিস্তান বিপন্ন
১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলা প্রাদেশিক আইনসভার আসন সংখ্যা-
i. মুসলিম আসন ২৩৭টি
ii. অমুসলিম আসন ৭২টি
iii. মহিলা আসন ১৫টি
১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ-
i. লাহোর প্রস্তাবের প্রতি অসম্মান
ii. মুসলিম লীগের আদর্শগত কোন্দল
iii. জনবিচ্ছিন্ন নেতৃত্ব
যুক্তফ্রন্টের কাছে যারা দেশময় ভোট প্রার্থনা করেন-
i. শেরে বাংলা
iii. মওলানা ভাসানী
যুক্তফ্রন্টের অনুপ্রেরণামূলক স্লোগান ছিল-
i. যুক্তফ্রন্ট জিন্দাবাদ
ii. হক-ভাসানী জিন্দাবাদ
iii. পাকিস্তান জিন্দাবাদ
যুক্তফ্রন্টের মন্ত্রিসভা বাতিল করা হয়-
i. ১৯৫৪ সালে
ii. ৩০ মে
iii. ৫৬ দিনের মাথায়
মুসলিম লীগের চরম ভরাডুবি হয়েছিল-
i. ১৯৪৭ সালের টাঙ্গাইলের উপনির্বাচনে
ii. ১৯৫৪ সালের নির্বাচনে
iii. ১৯৫৬ সালের নির্বাচনে