উমাইয়া শাসকগণ সকল শক্তির অধিকারী হন এবং রাজদরবারই হয় সকল ক্ষমতার উৎস। এ বাক্যটিতে প্রকাশ পেয়েছে-
i. শাসকগণের ক্ষমতা বৃদ্ধি
ii. রাজদরবারের ক্ষমতা বৃদ্ধি
iii. প্রজাগণের ক্ষমতা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
হযরত ওসমানের (রা.) হত্যার সময় হতে খিলাফতে ঐক্য ও শান্তি ব্যাহত হয়ে পড়ে। এ বাক্যটির মাধ্যমে ঐতিহাসিকগণ বোঝাতে চেয়েছেন-
i. ঐক্য নষ্ট হয়ে পড়ে
ii. অশান্তি শুরু হয়
iii. শান্তি ফিরে আসে
শিল্পকলা ও স্থাপত্য শিল্পের প্রতি আব্দুল মালিকের অনুরাগ ছিল। যা বোঝা যায় তাঁর-
i. কুব্বাতুস-সাখরা নির্মাণ দ্বারা
ii. মসজিদ-আল-আকসা নির্মাণ দ্বারা
iii. শিল্পী, সাহিত্যিক ও' গুণিজনদের পৃষ্ঠপোষকতা দ্বারা
খিলাফতের ইতিহাসে আল-ওয়ালিদের রাজত্বকাল অপেক্ষা গৌরবোজ্জ্বল রাজত্বকাল আর নেই। এ বাক্যটিতে বোঝানো হয়েছে-
i. ওয়ালিদের রাজত্বের
ii. সর্বশ্রেষ্ঠ রাজত্ব
iii. রজত্বের বিভিন্ন সমস্যা
হিশামের চরিত্রের মহৎ গুণ ছিল-
i . উদারতা
ii. কোমলতা
iii. ন্যায়পরায়ণতা
উক্ত শাসক সৈন্যদল বর্ষিত করেন কারণ-
1. বিদ্রোহ দমন করতে
11. নিজেকে রক্ষা করার জন্য
iii. গ্রামবাসীকে রক্ষা করার জন্য
উমাইয়া শাসক আব্দুর রহমান নিজের জীবন রক্ষা করেছেন কীভাবে?
i. দেশ হতে দেশান্তরে পালিয়ে
ii. যুদ্ধ করে
iii. আত্মগোপন করে
উক্ত ঘটনার তৎকালিন রাজার পরাজয়ের কারণ ছিল-
i. চারিত্রিক অবক্ষয়
ii. প্রসাদ ষড়যন্ত্র
iii. প্রতিপক্ষের সম্মিলিত আক্রমণ
আবুল খাল্লাফের সাথে যার তুলনা দেওয়া যায় তিনি হলেন-
i. মুহাম্মদ বিন কাসিম
ii. ইবনে বতুতা
iii. আরবদেশের নাগরিক