ভৌগোলিকভাবে স্পেনের অবস্থান গুরুত্বপূর্ণ কারণ-
i. ইউরোপের সাথে সংযোগ রক্ষা করেছে
ii. এশিয়ার সাথে সংযোগ রক্ষা করেছে
iii. অস্ট্রেলিয়ার সাথে সংযোগ রক্ষা করেছে
নিচের কোনটি সঠিক?
স্পেনে মুসলিম শাসনের যে বৈশিষ্ট্য ছিল-
1. ধর্মীয় সহিষ্ণুতা
ii. রাজনৈতিক ঐক্য
iii. সামাজিক বৈষম্য
সুলতানা তাবুর ছিল শৌখিন ও উচ্চভিলাষী – কথাটির যথার্থতা - নিরূপণে বলা যায়-
1. ধনসম্পদের প্রতি মোহ
ii. ১০,০০০ দিনারের নেকলেস ব্যবহার
iii. উত্তরাধিকারী মনোনয়নে ষড়যন্ত্র
আমির আবদুর রহমানের শাসক হিসেবে যোগ্যতার পরিচয় বহন করে কোনটি?
i. পুরো সাম্রাজ্যকে ছয়টি প্রদেশে বিভক্তকরণ
ii. শাসক শ্রেণিকে তিনটি বিষয় মেনে চলতে নির্দেশনা
iii. ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাজস্ব আদায়ে জোর প্রদান
১২৩৬-৪৮ খ্রিস্টাব্দে স্পেনের 'ক' ও 'খ' সামন্ত রাজাদের হস্তগত হয়। উক্ত অঞ্চল নিচের কোন দুটিকে নির্দেশ করছে?
i. কর্ডোভা
ii. সেভিল
iii. গ্রানাডা
মুসা বিন নুসাইর নিচের কোন অঞ্চলের গভর্নর ছিলেন?
স্পেনে ফকিহ আন্দোলনের উদ্দেশ্য ছিল-
কর্ডোভাকে 'ইউরোপের বাতিঘর' বলা হয় কেন?
তৃতীয় আব্দুর রহমান 'আজ জোহরা' প্রাসাদ নির্মাণ করেন কেন?
মুসলিম স্পেনের প্রথম রাজধানী কোথায় ছিল?
স্পেন বিজয়ী সেনাপতির নাম কী?
কোন শহরকে 'The City of a Thousand Minaretes' বলা হয়?
i. ইউরোপ গমনের দিক নির্দেশনা এখানে ছিল বলে
ii. এখানকার জ্ঞান-বিজ্ঞান ইউরোপকে আলোকিত করেছিল বলে
iii. শহরটি আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল বলে
জোহরা প্রাসাদ কোথায় অবস্থিত?
জোহরা প্রাসাদ কে নির্মাণ করেন?
কোন মুসলমান সেনাপতি স্পেন জয় করেন?
পিরেনীজ পর্বতমালা কোথায় অবস্থিত?
মুসলমানদের স্পেন বিজয়ের সময় স্পেনের শাসক কে ছিলেন?
কাকে Saviour of Spain বলা হয়?
মুসলিম স্পেন বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজা কে ছিলেন?