কুরআন মাজীদে কাকে 'ফাতহুম মুবিন' বলা হয়?
হুদায়বিয়ার সন্ধি কত খ্রিষ্টাব্দে সাক্ষরিত হয়?
রাসুল (স.) কত জন সাহাবিদের নিয়ে হুদায়বিয়ার সন্ধি করেন?
হুদায়বিয়া নামক স্থানটি মক্কা হতে কত মাইল দূরে অবস্থিত?
'সোমায়সিয়া' স্থানের পূর্ব নাম কী?
'হুদায়বিয়ার সন্ধির' লেখক কে ছিলেন?
কোন গাছের নিচে সমবেত হয়ে সাহাবিগণ রাসুলের হাতে হাত রেখে বাইয়াত গ্রহন করেন?
বাইয়াতুর বিদওয়ান'-এর অর্থ কী?
'বাইয়াতুর বিদওয়ান'-এর ঘটনা আল্লাহ পাক কোন সূরায় উল্লেখ করেছেন?
ঐতিহাসিকগণ কাকে 'Land Mark' বলে অভিহিত করেছেন?
হুনায়ুনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
খাইবারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
মুতার যুদ্ধ কত হিজরিতে সংঘটিত হয়?
সাইফুল্লাহ' কার উপাধি?
হুদায়বিয়া সন্ধি কত হিজরিতে সংঘটিত হয়?
যে মেয়াদে হুদায়বিয়ার সন্ধি চুক্তি সম্পাদিত হয়েছিল?
হুদায়বিয়ার সন্ধির দু বছর পর মুসলমানদের সংখ্যা হয়েছিল কত?
হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হবার পর যে বীর ইসলাম গ্রহণ করে-
হুদায়বিয়ার সন্ধির শর্তে যুদ্ধ না করার চুক্তি স্বাক্ষরিত হয়-
কিসের মাধ্যমে মহানবি (স.) রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃত হয়েছিলেন?