হযরত মুহাম্মদ (স.)-এর সংগ্রামী জীবনের সবচেয়ে বিস্ময়কর ও অলৌকিক ঘটনা কোনটি?
খাদিজা (রা) তার ব্যবসায় পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন-
যে যুদ্ধে হযরত মুহাম্মদ (স.) অংশ নেন নি কিন্তু উপস্থিত ছিলেন। উপস্থিতির কারণে যুদ্ধের বিভৎসতা ও সহিংসতা দেখে তাঁর মন অত্যন্ত ব্যথিত হয়ে গেল। যুদ্ধও চলেছিল দীর্ঘ পাঁচ বছর। এ যুদ্ধ কোন যুদ্ধকে ইঙ্গিত করে?
মদিনায় ইহুদিরা মুসা (আ)-এর উম্মত বলে পরিচিত ছিল, ধর্মীয়ভাবে তারা তাওরাত থেকে জানতে পেরেছিল-
হিজরতের উদ্দেশ্যে মহানবি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বের হয়ে সঙ্গী হযরত আবু বকর (রা) সহ যে পর্বতের গুহায় অবস্থান করেন-
রাত্রির অন্ধকারে মহানবি (স.) মক্কা ত্যাগ করে তাঁর সাথী হযরত আবু বকর (রা)-কে নিয়ে মদিনায় হিজরত করেন, এ সময় তাঁর বিছানায় শায়িত ছিলেন-
মদিনায় হিজরত করে মহানবি (স.) একটি শ্রেষ্ঠ রাষ্ট্র গঠনের জন্য প্রবর্তন করেন-
মদিনায় পূর্ব থেকে অবস্থানকারী বিখ্যাত তিনটি গোত্র বানু নাদির, বানু কুরায়যা ও বানু কায়নুকার অধিবাসীগণ ছিল-
রাসুল (স.) মদিনায় আগমনের পূর্বে মদিনার সামাজিক অবস্থা-
রাসুল (স.) মুনাফিকদের মোকাবিলা করেন-
মহানবি (স.) জীবনের সকল কাজে কিসের ওপর ভরসা করতেন?
মহানবি (স.) মদিনায় ইসলামের প্রথম মসজিদ হিসেবে কোনটি স্থাপন করেন?
মুহাজিরীন অর্থ কী?
মদিনার মুনাফিকদের সর্দার কে ছিল?
ঐতিহাসিক মদিনা সনদে মোট কয়টি শর্ত ছিল?
পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি?
মদিনা প্রজাতন্ত্রই পরবর্তীকালে বৃহত্তম ইসলামি সাম্রাজ্যের ভিত্তিমূল স্থাপন করে- কথাটি কোন ইতিহাসবেত্তার?
মদিনার সনদে কার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়?
'নিজে বাঁচ এবং অপরকে বাঁচতে দাও' এটি কার নীতি?
ইসলামের প্রাথমিক যুগের 'মহাসনদ' কোনটি?