মদিনায় 'মুকরী' নামে পরিচিত ছিলেন কে?
কারা রাসুলকে (স.) 'আল আমীন' উপাধি দেন?
হিজরতের মাধ্যমে রাসুলের (স.) জীবনকে কতটি অংশে ভাগ করা হয়েছে
মাক্কী সূরাসমূহে মক্কাবাসীদের আল্লাহ কী বলে সম্বোধন করেছেন?
মাদানী সূরায় মদিনাবাসীদের আল্লাহ কী বলে সম্বোধন করেছেন।
মুহাম্মদ (স.)-এর জন্য 'দুঃখের বছর' কোনটি?
Year of Sorrow' কার জীবনে পরিলক্ষিত হয়?
মুহাম্মদ (স.) কার মৃত্যুতে গোত্রীয় নিরাপত্তা হতে বঞ্চিত হন?
'বাণিজ্যিক নগরী' হিসেবে খ্যাতি অর্জন করেছিল কোন রাষ্ট্র?
কত তারিখে মহানবি (স.) হিজরত করে মদিনায় পৌছেন?
সাওর হচ্ছে একটি-
হিজরতকালে মহানবি (স.) কোন গুহায় আশ্রয় নেন?
মদিনায় হিজরতকালে মহনাবী (স.)-এর সাথে সঙ্গী হিসেবে কে ছিলেন?
ইসলামি জীবন দর্শনের মৌল উৎস-
আল্লাহর পক্ষ হতে হুজুর (স.)-এর নিকট ওহী নিয়ে আসত-
রাসুলের (স.) ওপর সর্বপ্রথম কোন সূরা অবতীর্ণ হয়?
রাসুল (স.) কত খ্রিষ্টাব্দে ইসলাম প্রচার শুরু করেন?
নবুয়তের পর কত বছর পর্যন্ত ইসলাম প্রচারে কোন বাধা আসেনি?
রাসুল (স.) কোথায় ধ্যানে মগ্ন থাকতেন?
সর্বপ্রথম কুরআন অবতীর্ণ শুরু হয়-