আকবরের ধর্মনীতির কারণ ছিল-
i. আধ্যাত্মিক অনুসন্ধিৎসা
ii. পরধর্মসহিষ্ণুতা
iii গৃহশিক্ষক আবদুল লতিফের প্রভাব
নিচের কোনটি সঠিক?
মনসবদারি পদবি সীমাবদ্ধ ছিল-
1. সৈন্যবাহিনীর মধ্যে
ii. রাজপরিবারের মধ্যে
iii. অভিজাত সম্প্রদায়ের মধ্যে
iv. শাহজাদাদের মধ্যে
সম্রাট আকবর রাজপুতদের সহযোগিতা লাভের উদ্দেশ্যে যে নীতি গ্রহণ করেন-
i. বৈবাহিক মিত্রতা স্থাপন
ii. রাজপুতদের উচ্চপদে নিয়োগ
iii. আনুগত্যের বিনিময়ে স্বায়ত্তশাসন প্রদান
সম্রাট আকবরের ধর্মীয় নীতি প্রবর্তনের পিছনে যে প্রভাব ছিল-
i. পারিবারিক প্রভাব
ii. সুফিবাদের প্রভাব
iii. অন্তঃপুরের প্রভাব
মহামতি আকবরের পৃষ্ঠপোষকতায় আবুল ফজল লিপিবদ্ধ করেন-
i. আইন-ই-আকবরী
ii. আকবরনামা
iii. তুযুক-ই-জাহাঙ্গীর নামা
সম্রাট আকবর রাজপুত রমণীদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন কেন?
i. তাদের রূপে গুণে মুগ্ধ হয়ে
ii. রাজপুত্রদের মেধা ও শক্তি কাজে লাগানোর জন্য
iii. রাজপুত্রদের সহযোগিতায় শক্তিশালী ভারত প্রতিষ্ঠার জন্য
সম্রাট আকবর জন্মগ্রহণ করেন-
i. ২৩ নভেম্বর
ii. ১৫৪২ খ্রিস্টাব্দে
iii. বৃহস্পতিবার
ভারতবর্ষের সম্রাট হিসেবে আকবরের অভিষেক হয়-
i. ১৫৫৬ খ্রিস্টাব্দে
ii. গুরুদাসপুর জেলার কালানৌর নামক উদ্যানে
iii. ১৩ বছর ৪ মাস বয়সে
আকবরের শাসনামলে বিভিন্ন প্রদেশে দুর্ভিক্ষের কারণে বহুলোকের অকাল প্রাণহানি ঘটে-
i. দিল্লি
ii. আগ্রা
iii. উত্তর ভারত