খলিফা হযরত উসমান (রা.)-কে স্বজনপ্রীতির অভিযোগে অভিযুক্ত করে বিদ্রোহী হয়ে ওঠে-
1. পারস্যের বিধর্মীরা
ii দুর্ধর্ষ আরব বেদুইন
iii. আরব মুসলমানরা
নিচের কোনটি সঠিক?
নিরপেক্ষভাবে বিচার করলে হযরত উসমান (রা.)-এর বিরুদ্ধে আনীত অভিযোগ-
1. সম্পূর্ণ যৌক্তিক
ii. সম্পূর্ণ অযৌক্তিক
iii. ভিত্তিহীন
হযরত উসমান (রা.) এর শাসনামলে মুসলমানদের মধ্যে মতবিরোধ দেখা দেয়-
1. কুরআন শরীফ পাঠে
ii. আবৃতিতে
iii. উচ্চারণে
যে ঐতিহাসিক খলিফা উসমানকে অমিতব্যয়িতার অভিযোগে অভিযুক্ত করেছেন-
1. আমীর আলী
ii. হিস্ট্রি
iii. আল মাসুদী
গণতন্ত্রে যে অধিকার থাকায় বিসোরীরা বলযানের পাসনামলে স্বার্থনিন্দির জন্য রাজ্যের সর্বত্র অপান্তর আগুন প্রজ্বলিত করে।
1. অবাধ মেলামেশা
॥ কথাবার্তা
iii. সমালোচনা করার পূর্ণ অধিকার
উসমান (রা.) বিরোধী আন্দোলন অত্যন্ত জোরদার হয়ে উঠে
1. কুফা
ii. বসরা
iii. মিশর
খলিফা ওসমানের দুর্ভাগ্যের অন্যতম কারণ ছিল--
i. তাঁর উদারতা
ii. তাঁর সরলতা
iii. তাঁর কঠোরতা
বিদ্রোহী প্রতিনিধি দল প্রাদেশিক শাসনকর্তাদের যে সম্পর্কে অত্যিাগে পেশ করে-
L স্বার্থপরতা
ii. অযোগ্যতা
iii. দুর্নীতি
মুসলিম জাহান যে গোত্রে বিভক্ত হয়ে আত্মঘাতী গৃহযুদ্ধে লিপ্ত হয়ে পড়ে-
i. বানু হালিম
ii. বানু ইসরাইল
iii. বানু উমাইয়া
হযরত উসমান (রা.) হত্যার ফলে মুসলমানদের মধ্যে নষ্ট হয়-
i. স্বজনপ্রীতি
ii. ঐক্য
iii. সংহতি
হযরত উসমান হত্যার পরিণতি-
i. সিফফিনের যুদ্ধ
ii. উষ্ট্রের যুদ্ধ
iii. কারবালার মর্মান্তিক ঘটনাবলি
হযরত উসমান (রা.)-এর হত্যাকান্ডের পর মুসলিম জাতি বিভক্ত হয়ে হয়
i. শিয়া, সুন্নী
ii. খারিজি
iii. রাফেজী
হযরত উসমান (রা.)-এর হত্যাতে খিলাফত ও খলিফার প্রতি জনগণের শিথিল হয়ে পড়ে-
i. সমর্থন
ii. প্রস্থা
iii. আনুগত্য
হযরত উসমান ছিলেন-
1. গৌরবর্ণ দেহের অধিকারী
11. মধ্যমাকৃতির শারীরিক গঠন বিশিষ্ট শাশ্রযুক্ত
iii. কঠোর এবং অহংকারী
হযরত ওসমানের চরিত্রের ভূষণ ছিল-
i1. মহানুভবতা
ii. অহংকার
iii. সহনশীলতা
হযরত উসমান (রা.) যার জন্য ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছেন-
1. আর্থিক প্রতিপত্তির জন্য
ii. অমায়িকতার জন্য
iii. ধর্মভীরুতার জন্য
হযরত উসমান (রা.) ব্যক্তিগত জীবনে ছিলেন-
i. অতিশয় উদার
ii. অনাড়ম্বর
iii. অত্যন্ত রাগী
হযরত উসমান (রা.) কুরআন সংকলনের সাহসী পদক্ষেপ গ্রহূণ না করলে মুসলিম উম্মাহের ক্ষতি হতে পারত-
i. পৃথিবী থেকে বিলীন হয়ে যেত
ii. ঐক্য ও সংহতি বিনষ্ট হতো
iii. বিভিন্ন মত ও পথের সৃষ্টি হতো
হযরত উসমান (রা.)-এর হত্যার বিচার বিলম্ব করার কারণ-
i. বিচার কাজটি জটিল ছিল
ii. শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা
iii. হত্যাকারীরা তাঁর নিকটাত্ময়ী
হযরত উসমান (রা.)-এর উল্লেখযোগ্য কাজ ছিল-
i. কাবা গৃহের সম্প্রসারণ
ii. নববী মসজিদ সম্প্রসারণ
iii. মদীনা মসজিদ সংস্কার