ফেরেশতাগণ জান্নাতি মানুষদের কাছে গিয়ে কী বলবে?
জান্নাতে 'তাসনিম' নামক ঝর্ণা, যার পানি থাকবে ________ ।
কিয়ামতের দিন মৃত্যুকে কালো মেঘ আকৃতিতে জান্নাত-জাহান্নামের মাঝখানে হাজির করা হবে। এ কথাটি কে বলেছেন?
ইয়েমেনের রাজা জুনুওয়াস আসমানী কিতাবসমূহের মধ্যে কোন আসমানী কিতাবের কপি পুড়িয়ে দিয়েছিল?
লাওহে মাহফুজ থেকে সম্পূর্ণ কুরআন প্রথম আসমানের কোন স্থানে নাজিল করা হয়েছিল?
'অতএব আপনি ইয়াতিমদের প্রতি কঠোর হবেন না।' এটি কোন সূরায় বর্ণিত আছে?
রাসুলুল্লাহ (সা.) বললেন, 'আগে তোমার উটকে বাঁধো, তারপর আল্লাহর ওপর তাওয়াক্কুল করো।' এটি কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে?
সালাত আদায় শেষে জীবিকা অন্বেষণের নির্দেশ দেওয়া হয়েছে কোন সূরায়?
অসদুপায়ে অর্থ বা উপহার গ্রহণ করাকে কী বলে?
মদিনা থেকে বহিষ্কৃত ইহুদিরা কোথায় আবাস গড়েছিল?
কোন যুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পরপর তিনজন সেনাপতি শহিদ হন?
'সত্য সমাগত, আর মিথ্যা বিতাড়িত। মিথ্যার বিনাশ অনিবার্য'- মহানবি (সা.) কোন সময় এ আয়াতটি তিলাওয়াত করতে থাকেন?
মক্কা বিজয়ের সময়ে মুসলিম বাহিনী মক্কার অদূরে ______ উপত্যকায় শিবির স্থাপন করে?
তাবুক অভিযান ইতিহাসে কী নামে পরিচিত?
বিদায় হজের সময় মহানবি (সা.) কোন পাহাড়ের চূড়ায় দাড়িয়ে মুসলমনদের লক্ষ করে ভাষণ দিয়েছিলেন?
শিরক শব্দের অর্থ ______।
তাওরাত কিতাব কখন নাযিল হয়?
হযরত ইবরাহীইয়ালামলামেম ( আ)-এর সময়ে মানুষেরা হজ পালন করতে গিয়ে আভিজাত্য বজায় রাখার জন্য আরাফায় অবস্থান না করে কোথায় অবস্থান করতো?
হজ ও ওমরার জন্য বায়তুল্লাহ যাওয়ার পথে মিকাত অতিক্রম করার আগে ইহরাম বাঁধা কী?
সূরা আল-মাউনে উল্লেখিত 'সাহুন' শব্দের অর্থ কী?