চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর 16 গুণ। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 60 kg হলে চাঁদে বস্তুটির ভর হবে-
নিরক্ষ রেখায় অভিকর্ষীয় ত্বরণের মান' g' হলে-
পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ভর 60 kg হলে চাঁদে ঐ বস্তুর ভর কত? চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর 16 গুণ।
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3.84 × 105 km এবং চাঁদ পৃথিবীকে বৃত্তাকার কক্ষপথে 27.3 দিনে একবার প্রদক্ষিণ করে। চাঁদের রৈখিক বেগ কত?