পানির ও কাচের প্রতিসরণাঙ্ক যথাক্রমে 43 ও 32 পানি ও কাচে আলোর বেগের অনুপাত কত?
তরঙ্গের দুটি বিন্দুর দূরত্ব 3λ 2 হলে তাদের দশা পার্থক্য কত?
হাইগেনের আলোক তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়-
i. ব্যতিচার
ii. প্রতিফলন
iii. প্রতিসরণ
নিচের কোনটি সঠিক?
তরঙ্গ মুখের বৈশিষ্ট্য হল-
i. তরঙ্গমুখে প্রতিটি কণার দশা অভিন্ন
ii. এক তরঙ্গদৈর্ঘ্য ব্যবধানে তরঙ্গমুখ সমদশায় থাকে
iii. তরঙ্গমুখের অভিলম্ব বরাবর তরঙ্গ সঞ্চালিত হয়
একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ4 হলে দশা পার্থক্য কত?
π2 দশা পার্থক্যের সদৃশ দুটি তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। তরঙ্গ দুটির উভয়ের বিস্তার 1m হলে উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তার কত?
তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য নির্ভর করে
i. পথ পার্থক্যের উপর
ii. তরঙ্গ দৈর্ঘ্যের উপর
iii. তরঙ্গ বেগের উপর
সুসংগত আলোর উৎসের ক্ষেত্রে-
i. উৎস দুটি ক্ষুদ্র হবে
ii. উৎস হতে সমান তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ নির্গত হবে
iii. উৎস দুটি পরস্পর থেকে স্বল্প দূরে হতে হবে
আলোর ব্যতিচারে-
i. সুসংগত উৎস দরকার
ii. ঝালর প্রস্থ সর্বদা সমান
iii. অন্ধকার পট্টিতে অল্প আলো পৌঁছতে পারে
ব্যতিচারের ক্ষেত্রে অন্ধকার ডোরা সৃষ্টি হবে যখন-
i. দশা পার্থক্য এর অযুগ্ম গুণিতক হয়
ii. তরঙ্গদ্বয় একই দশায় মিলিত হয়
iii. প্রাবল্য সর্বনিম্ন হয়