কাজের মান শূন্য হবে, যদি-
i. সরণ না ঘটলে
ii. বলের বিপরীতে সরণ হলে
iii. যখন sinθ = 1 হয়
নিচের কোনটি সঠিক?
পৃথিবী 365 দিনে এবং বুধ ৪৪ দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 1.5×1011m হলে সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত?
একটি সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার সমীকরণy = 10 sin 12t - π6m, কণাটির সর্বোচ্চ বেগ কত হবে?
তিনটি গ্যাস অণুর বেগ যথাক্রমে 10 ms-1, 15ms-1 এবং 20 ms-1 . এদের মূল গড় বর্গবেগ কত?
OABC ক্ষেত্রের ক্ষেত্রফল-
12
2
22
সংরক্ষণশীল বলের ক্ষেত্রে—
i. পূর্ণচক্রে মোট কাজ শূন্য নয়
ii. গতিপথের ওপর নির্ভর করে না
iii. প্রকৃষ্ট উদাহরণ আদর্শ স্প্রিং বল
ক্রেনের সাহায্যে 500kg ভরের বস্তুকে 0.20ms-1 সমদ্রুতিতে টেনে তোলা হলে ক্রেনের ক্ষমতা কত?
m ভরের, 1 দৈর্ঘ্যের, b প্রস্থের এবং h উচ্চতার একটি সুষম দণ্ডকে শায়িত অবস্থা হতে খাড়া করলে—
i. দণ্ডের ভারকেন্দ্রের সরণ হবে, hC=lG - hG
ii. কৃত কাজের পরিমাণ হবে W = mghC
iii. কৃত কাজের পরিমাণ হবে W= mg l2 - h2