কোনো বস্তুর উপর প্রযুক্ত বল F(t)=t2+t+2 হলে, ti = 1s হতে tf = 2s সময়ের মধ্যে প্রযুক্ত বলের ঘাত-
পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব r(r>R) ও অভিকর্ষজ ত্বরণ g এর মধ্যে সম্পর্ক -
কোনো বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক শূন্য হবে যদি-
i. ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে অবস্থান ভেক্টরের মান শূন্য হয়।
ii. বলের মান শূন্য হয়
iii. অবস্থান ভেক্টর ও বলের মধ্যবর্তী কোণ 90° হয়।
নিচের কোনটি সঠিক?
নিচের কোন ভেক্টরটি A→ = i^ + j^ এর সমান্তরাল?
A→ এর মান কত?
α ও θ এর মধ্যে সম্পর্ক-
পয়সনের অনুপাত-i. পার্শ্ববিকৃতি ও দৈর্ঘ্যবিকৃতির অনুপাতii. এককবিহীন রাশিiii. এর মান 1 থেকে 0.5 পর্যন্তনিচের কোনটি সঠিক?
A→ = 2i^ +3j^ +4k^ এবং B→ = 3i^ +4j^ + 5k^
B বরাবর A→ এর লম্ব অভিক্ষেপ কত?
কোনো বস্তুর উপর একই সময় একাধিক বল ক্রিয়া করলে যদি লব্ধি শূন্য হয় তবে স্থির থাকবে-i. ত্বরণii. গতিশক্তিiii. ভরবেগনিচের কোনটি সঠিক?