ইমাম মুসলিমের (র) সর্বশ্রেষ্ঠ অবদান কী?
সহিহ বুখারির পরেই কোন হাদিসগ্রন্থের অবস্থান?
সহিহ মুসলিমে কতটি হাদিস রয়েছে?
সিহাহ সিত্তাহ-
i. ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ
ii. হিজরি তৃতীয় শতকে সংকলিত হয়েছে
iii. ছয়জন বিখ্যাত মুহাদ্দিস সংকলন করেছেন
নিচের কোনটি সঠিক?
সুনানে ইবন মাজাহ সিহাহ সিত্তার অন্য গ্রন্থগুলোর চেয়ে শ্রেষ্ঠ, কারণ-
i. এতে কোনো হাদিসের পুনরাবৃত্তি করা হয়নি
ii. এতে সিহাহ সিত্তাহর অন্য গ্রন্থগুলোতে উল্লিখিত হাদিস বর্ণিত হয়নি
iii. এতে ব্যাবহারিক প্রয়োজনসম্পন্ন হাদিস সন্নিবেশিত হয়েছে
'সহিহুল বুখারি' কে সংকলন করেন?
নিচের কোনটি সিহাহ সিত্তার অন্তর্ভুক্ত?
ইমাম বুখারির (রা) জন্ম কত হিজরিতে?
ইমাম বুখারি (র) কোথায় জন্মগ্রহণ করেন?
কুরআন মাজিদের পর কোনটির স্থান?
কুরআনের সংক্ষিপ্ত মূলনীতির ব্যাখ্যা কোনটি?
হাদিস অনুসরণ ও অনুশীলনের নির্দেশদাতা কে?
বিশ্বমানবের জন্য অনুসরণীয় আদর্শ কে?
রাসুল (স) এর জীবনাদর্শের বাস্তব প্রতিকৃতি কোনটি?
আল্লাহর ভালোবাসা কীভাবে পাওয়া যাবে?
হাদিসে কার বিধিনিষেধ বর্ণনা করা হয়েছে?
ইতিহাসের প্রামাণ্য উৎস কোনটি?
হাদিস অস্বীকারকারী কী হবে?
হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ
i. শরঈ বিধান প্রণয়নে
ii. মূলনীতি ও কর্মপন্থা নির্ধারণে
iii. কুরআন মাজিদের ব্যাখ্যা দানে
সাদমান স্নাতকোত্তর পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পড়াশোনা • করেছেন, যা একটি মহাগ্রন্থের ব্যাখ্যাগ্রন্থ হিসেবে স্বীকৃত। সাদমানের পঠিত বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ-
i. শরিয়তের প্রধান উৎস
ii. আল্লাহর পরোক্ষ উক্তি
iii. মহানবি (স)-এর জীবনাদর্শের বাস্তব প্রতিকৃতি