শাহিন কুরআন অধ্যয়ন করতে গিয়ে দেখেন সেখানে সালাত কায়েমের কথা আছে কিন্তু এর ওয়াক্ত, আদায়ের নিয়মাবলি ইত্যাদি কিছুই নেই। এগুলো জানার জন্য তাকে কীসের দারস্থ হতে হবে?
সনদ বা রাবি পরম্পরার দিক থেকে হাদিস কয়ভাগে বিভক্ত?
হাদিস বর্ণনার প্রতি স্তরে যে হাদিস বিপুল সংখ্যক রাবি বর্ণনা করেছেন তার নাম কোনটি?
হাদিসের আলোকে কীভাবে জালিমকে সাহায্য করবে?
অপ্রয়োজনে খঋণ করা ঠিক নয়। কারণ এতে
i. দুশ্চিন্তা বাড়ে
ii. সম্মানহানি হয়
iii. ইমান দুর্বল হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ব্যবসারে ক্ষেত্রে সত্যবাদী ও বিশ্বস্ত থাকতে হবে
i. ব্যবসায়িক স্বার্থে
ii. সামাজিক কল্যাণার্থে
iii. পরকালে শহিদদের সাথে থাকতে
নিচের কোনটি ওহি মাতলু?
ইমাম নাসাই রহ মৃত্যু কত হিজরিতে হয়?
كَذَبَ হাদিসাংশটির অর্থ কী?
নবি (স) বলেন, 'হারাম থেকে গঠিত গোশত জান্নাতে প্রবেশ করবে না।' এ হাদিসের উদ্দেশ্য হলো-
i. হারাম উপার্জন ভক্ষণকারীকে জাহান্নামী ঘোষণা করা
ii. হারাম পথে উপার্জন পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা
iii. হারাম প্রাণি ভক্ষণ প্রতিপাদন করা
সর্বপ্রথম বিশুদ্ধ হাদিসের কিতাব সংকলন করেন কে?
হাদিসের কিতাবসমূহ কী করা হয়?
সহিহ বুখারির হাদিস সংখ্যা কতটি?
নিশাপুরে জন্মগ্রহণ করেন-
ছদাকা জারিয়া হলো প্রবাহমান-
রাবিদের জীবনী সম্বলিত কিতাবের নাম কী?
কোন হিজরি শতককে হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয়?
ওহি গায়রে মাতলু দ্বারা কী বোঝায়?
সুনানে আবু দাউদ শরিফের গ্রন্থকারের নাম কী?
হাদিস সংরক্ষণের সময়কাল হিসেবে কোনটি সঠিক?