রাতের দুশ্চিন্তা কোনটি?
কোনটি ব্যক্তির আর্থিক উন্নতি ব্যাহত করে?
ঋণগ্রস্ত ব্যক্তির নির্ঘুম রাত কাটে কেন?
'করজে হাসানা' অর্থ কী?
মুমিনগণ কীসের মধ্যে সমন্বয় সাধন করবেন?
নাহিয়ান অঢেল সম্পত্তির মালিক হলেও দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখেন। তিনি এত অধিক দান করেন না যাতে অসচ্ছল হয়ে যান। নাহিয়ানের চরিত্রে কার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে?
দান করার সময় কার হাত ওপরে থাকে?
প্রথমে দান করতে হবে কাদেরকে?
মধ্যপন্থা অবলম্বন কাদের অভ্যাস?
স্বাবলম্বী হওয়া উচিত কেন?
কারা দায়িত্বশীল?
মানুষকে কেন দায়িত্বশীল হতে হবে?
ইমাম কাদের ওপর দায়িত্ববান?
ঋণের কারণে ব্যক্তির
i. আর্থিক উন্নতি ব্যাহত হয়
ii. স্থাবর-অস্থাবর সম্পদ নিঃশেষ হয়ে যায়
iii. আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়
নিচের কোনটি সঠিক?
وَإِيَّاكُمْ وَالدَّيْنَ فَإِنَّهُ هَمَّ بِاللَّيْلِ وَمَذِلَّةٌ بِالنَّهَارِ হাসিদের মর্মার্থ হলো-
দাস কোন ব্যাপারে দায়িত্বশীল?
নিন্দনীয় জীবিকার্জন হলো-
i. ভিক্ষাবৃত্তি
ii. অন্যের কাছে সাহায্য চাওয়া
iii. জুতো সেলাই করে উপার্জন
তাকওয়ার শ্রেষ্ঠতম প্রকাশ কোনটি?
"নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত সে, যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান।" এটি কোথায় বর্ণিত হয়েছে?
জিহাদ বলতে কী বোঝায়?