আবদ-এর বাংলা অর্থ হচ্ছে-
'আমি মানুষ জাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের উদ্দেশ্যে।' এটি কোন সুরা থেকে নেয়া হয়েছে?
মুমিন বান্দা মুমিন হিসেবে টিকে থাকতে পারে কীসের মাধ্যমে?
রমজান শব্দের অর্থ কী?
পরমাত্মার সঙ্গে মানবাত্মার গভীর সম্পর্ককে ঝালিয়ে নেয়ার অমোঘ হাতিয়ার-i. মানবসেবাii. ধর্ম-কর্মiii. হজনিচের কোনটি সঠিক?
হজ পালন করা কী?
আল্লাহ নির্ধারিত খাতে জাকাত দিলে কী হয়?
রোজা কোন ভাষার শব্দ?
'রাইয়্যান' কী?
শারীরিক, মানসিক এবং আর্থিক ইবাদতের সমন্বয় কোনটি?
বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রস্থল কোনটি?
সাওম পালন সামাজিক জীবনে- i. সহানুভূতি সৃষ্টি করেii. ভ্রাতৃত্ববোধ জাগ্রত করেiii. নেতৃত্বের শিক্ষা দেয়নিচের কোনটি সঠিক?
কুরবানি করা হজের কী?
নিম্নের কোন কাজটি হাক্কুল্লাহর মধ্যে গণ্য নয়?
ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো-
ইবাদতের মধ্যে প্রকাশ পায়- i. আনুগত্যii. দাসত্বiii. সম্পর্কনিচের কোনটি সঠিক?
আল্লাহর পক্ষ থেকে সালাত শব্দ প্রয়োগ হলে এর অর্থ হবে-
'নিশ্চয়ই সালাত মানুষকে খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে'- কোন সুরায় বর্ণিত হয়েছে?
সালাতের সামাজিক উপকার কোনটি?
জামাতে সালাত আদায় করলে একাকী সালাত আদায়ের চেয়ে কতগুণ বেশি ছওয়াব পাওয়া যায়?