ইসলামি রাষ্ট্রের নাগরিকরা কয় শ্রেণির?
তোমাদের কল্যাণ হবে না, যদি তোমরা না বল। আমারও কল্যাণ হবে না যদি আমি না শুনি। উক্তিটি কার?
একজন অমুসলিম ইসলামি রাষ্ট্রের কী হতে পারবেন?
অন্যের গোপন বিষয় খুঁজে বের করা কী?
হালাল অর্থ উপার্জনের অধিকার ইসলামি রাষ্ট্রের কোন ধরনের অধিকার?
ন্যায়বিচার পাওয়ার অধিকার ইসলামি রাষ্ট্রের কোন ধরনের অধিকার?
ইসলামি রাষ্ট্রের নাগরিকগণ কোন ধর্ম পালন করবে?
'ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই'- কথাটি কে বলেছেন?
অনুচ্ছেদের চুক্তির সাথে কোনটির তুলনা করা যায়?
উক্ত চুক্তির দ্বারা বিবাদ নিরসন হয় -
i. আওস গোত্রের
ii. খাযরাজ গোত্রের
iii. বনু কায়নুকা গোত্রের
নিচের কোনটি সঠিক?
মদিনা সনদে স্বাক্ষরকারী ব্যক্তিদের শর্তভঙ্গের জন্য কী কামনা করা হয়?
মদিনা সনদে বিদেশি আক্রমণ প্রতিহত করার পদ্ধতি অবলম্বিত হয় কীভাবে?
মদিনা সনদের সবচেয়ে লক্ষণীয় বিষয় কোনটি?
মদিনা সনদ ঘোষণায় মহানবি (স)-এর কোন মানবীয় গুণটির প্রতিফলন ঘটে?
সানজিদা টিভিতে আজানের সময় একটি মসজিদ দেখে, সেটির নাম মসজিদে নববি। এই মসজিদটি আরবের কোন শহরে অবস্থিত?
মদিনা সনদের মাধ্যমে -
i. রক্তপাত বন্ধ হলো
ii. মদিনার শহর পবিত্র বলে ঘোষিত হলো
iii. অপরাধমূলক কার্যাবলি একেবারেই নিষিদ্ধ হলো
পৃথিবীর ১ম লিখিত সংবিধানের কার্যকারিতা হলো-
i. গোত্রীয় দ্বন্দ্ব নিরসনে
ii. সমাজে শান্তি আনয়নে
iii. ভ্রাতৃত্ববোধ জাগ্রত করণে
মসজিদে নববিতে মহানবি (স)-
i. ধর্মীয় কাজ করতেন
ii. সামাজিক কাজ করতেন
iii. রাজনৈতিক কাজ করতেন
কীসের মাধ্যমে মহানবি (স) মদিনা রাষ্ট্রের নেতৃত্ব গ্রহণ করেন?
মদিনা প্রজাতন্ত্রই পরবর্তীকালে বৃহত্তম ইসলামি সম্রাজ্যের ভিত্তিমূল স্থাপন করে- উক্তিটি কার?