অসীম লুপ হলে প্রোগ্রামে কোন ধরনের ভুল হবে?
প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়?
ফ্লোচার্টে বৃত্তাকার চিহ্নটি বুঝায়-
i. শুরু
ii. ইনপুট
iii. সংযোগ
নিচের কোনটি সঠিক?
প্রোগ্রাম ডিজাইনের টুলস-
i. এ্যালগরিদম
ii. কোডিং
iii. প্রবাহচিত্র
প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজন-
i. সমস্যা শনাক্তকরণ
ii. প্রোগ্রাম ভাগ করা
iii. প্রোগ্রাম ডিবাগিং করা,
ওয়াটারফল মডেলে প্রয়োজনের বিশ্লেষণে কত সময় ব্যয় করা হয়?
ওয়াটারফল মডেলে ডিজাইন ও কোডিংয়ে কত সময় ব্যয় করা হয়?
ওয়াটারফল মডেলের কোন অংশে 20-40% সময় ব্যয় করা হয়?
ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেল এর বৈশিষ্ট্য?
নিচের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ?
স্ট্রাকচার্ড প্রোগ্রামের গঠন-
i. পর্যায়ক্রমিক
ii. সিদ্ধান্তমূলক
ⅲ. লুপ
C প্রোগ্রামের কাঠামো সিকুয়েন্স কোনটি?
C ভাষায় লিখিত প্রোগ্রামের কোডকে কি বলা হয়?
সি ভাষায় তৈরি করা প্রোগ্রাম ফাইলের এক্সটেনশন কোনটি?
সি' নামক ভাষার জন্ম কোন ভাষা থেকে?
সি-প্রোগ্রামের ক্ষেত্রে-
i. প্রোগ্রাম কম্পাইল করার জন্য Alt এবং F9 কী-দ্বয় একত্রে চাপতে হবে
ii. প্রোগ্রাম সেভ করার জন্য Alt এবং S কী-দ্বয় একত্রে চাপতে হবে
iii. প্রোগ্রাম রান করার জন্য Ctrl এবং F9 কী-দ্বয় একত্রে চাপতে হবে
"Hello World" লেখাটি ৫ বার প্রদর্শনের ক্ষেত্রে C স্টেটমেন্ট হলো
i. for ( n = 1 ; n < 6 n + +) printf("Hello World!");
ii. n = 3 do {printf("Hello World!") n ++;} while (n <= 8)
iii. n = 5 while (n < 10) {printf("Hello World!"); n++;}
সঠিক চলক কোনটি?
উদ্দীপকে ব্যবহৃত ডেটা টাপের জন্য কত বাইট মেমোরি প্রয়োজন?
উদ্দীপকের আউটপুট দেখার জন্য আবশ্যকীয় হেডার ফাইল হলো-
i. stdio.h
ii. conio.h
iii. math.h