(?) চিহ্নিত স্থানে কি হবে?
কোন অনুবাদক প্রোগ্রাম দ্রুত ডিবাগ করে?
কম্পাইলারের বৈশিষ্ট্য হলো-
. টেস্টিং ও ডিবাগিং এর ক্ষেত্রে ধীরগতিসম্পন্ন
ii. প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে
iii. অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তর হয়
নিচের কোনটি সঠিক?
'কম্পাইলার' ও 'ইন্টারপ্রেটার' এর মধ্যে পার্থক্য রয়েছে-
i. প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে
ii. কাজের গতির ক্ষেত্রে
iii. ভুল' প্রদর্শনের ক্ষেত্রে
প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়?
প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে কি বলে?
প্রোগ্রামের ভুলকে কী বলে?
ফ্লোচার্ট কত প্রকার?
ফ্লোচার্টে "O" এই প্রতীকটি কী নির্দেশ করে?
প্রতীকটি কোন কাজে ব্যবহার হয়?
সংযুক্তির জন্য ব্যবহৃত ফ্লোচার্ট কোনটি?
প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি?
প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি?
সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি?
অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের?
কোনো ভেরিয়েবলে ডেটা এবং ইন্সট্রাকশন একত্রিত অবস্থায় থাকাকে বলা হয়-
বিট, বাইট, মেমরি অ্যাড্রেস নিয়ে কাজ করে-
i. মেশিন ভাষা
ii. মধ্যস্তরের ভাষা
iii. উচ্চস্তরের ভাষা
মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ হয়-
i. মেশিন ভাষায়
ii. অ্যাসেম্বলি ভাষায়
iii. C তে
মেশিন ভাষার প্রোগ্রাম-
i. সরাসরি ও দ্রুত কার্যকর হয়
ii. কম্পিউটার সংগঠন বর্ণনা করে
iii. লেখা সহজ ও সাধারণের ব্যবহার উপযোগী
প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে-
i. প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য হয়
ii. দক্ষ প্রোগ্রামার প্রয়োজন হয়
iii. প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয়