এনকোডার হলো এমন একটি সার্কিট-
i. যার আউটপুট থাকে n সংখ্যক
ii. যার ইনপুট থাকে 2n সংখ্যক
iii. যার আউটপুট থাকে 2n
নিচের কোনটি সঠিক?
কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান?
নিচের চিত্রটি কিসের?
একটি ফুল অ্যাডার বাস্তবায়নে ২টি হাফ অ্যাডারের সাথে প্রয়োজনীয় গেটটি হলো-
একটি Full Adder তৈরি করতে কতটি হাফ অ্যাডারের প্রয়োজন?
ফুল অ্যাডারে ইনপুট সংখ্যা কত?
ফুল অ্যাডারের ক্ষেত্রে তিনটি ইনপুট A = 1, B = 0 এবং C = 1 আউটপুট যোগফল হবে-
একটি Full Adder বাস্তবায়ন করার জন্য প্রয়োজন-
i. ৩টি এন্ড গেইট
ii. ১টি অর গেইট
iii. ১টি নট গেইট
গতি বেশি কিন্তু ধারণক্ষমতা কম; এ রকম মেমোরি হলো-
যে রেজিস্টার বাইনারি ডেটাকে একদিকে বা উভয়দিকে স্থানান্তর করতে পারে তাকে বলা হয়-
ইনপুটকৃত পালসের সংখ্যা গণনা করতে পারে কোনটি?
প্রত্যেক ফ্লিপ-ফ্লপ থাকে-
কোনটি মৌলিক গেইট নয়?
NOR গেইট কোন গেইটের আউটপুটের বিপরীত?
নিচের উদ্দীপকটি কোন গেটের সমতুল্য?
X-NOR গেইটকে NOT গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে-
a = 1, b = 0 এর জন্য a ⊕ b=?
F=RS +R S সমীকরণটি কোন গেইট নির্দেশ করে?
NOR এর আউটপুট 0 (শূন্য) হবে যখন-
i. সবগুলো ইনপুটে 1
ii. সবগুলো ইনপুটে 0
iii. যে কোনো একটি ইনপুটে 1
উভয় ইনপুট 1 হলে আউটপুট 1 হয় কোন গেইটে?
i. NAND
ii. NOR
iii. XNOR