75.2510 এর সমতুল্য মান হবে-
i. 113.28
ii. 4B.416
iii. 110101.112
নিচের কোনটি সঠিক?
(1010.1101)2 + (101.101)2 = ?
ক্লাশে শিক্ষক (1011.11)2 ও (1101.10)2 এর যোগফল নির্ণয় করতে বললেন। একজন শিক্ষার্থী (11011.11)2 লিখল। সে কত বেশি লিখল?
(১০০)২ এবং (AA)১৬ এর যোগফল কত?
মি. সুবীর একজন ছাত্রকে বয়স জিজ্ঞাসা করায় সে বলল, বাইনারিতে তার বয়স ১০০১০। তার এই সংখ্যার সাথে (১০১১)২ যোগ করলে বাইনারিতে যোগফল কত হবে?
(10011)2 সংখ্যাটির সাথে (10)10 যোগ করা হলে ফলাফল বাইনারিতে কত হবে?
3D16 ও AB16 এর যোগফল কত?
BABA হতে DADA কত বড়?
128 এবং 1216 এর যোগফল কত?
(A)16+ (10)2+ (7)৪ এর মান হতে পারে-
i. (13)16
ii. (23)8
iii. (10011)2
3D16 + 116 এর সমকক্ষ মান কোনটি-
i. 62
ii. 76
iii. 111110
প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের?
বাইনারি সংখ্যার MSB এর সাইনের জন্য নির্ধারিত চিহ্নটি কত হলে সংখ্যাটি পজিটিভ হবে?
(- ৪২)১০ সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো-
i. প্রকৃত মান গঠন
ii. ১-এর পরিপূরক গঠন
iii. ২-এর পরিপূরক গঠন
(২৫)১০ এর ১ এর পরিপূরক মান কোনটি?
দশমিক সংখ্যা 13 এর 2's Complement কত?
দশমিক সংখ্যা 12 এর 2's complement কত?
আলফা নিউমেরিক ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহূত হয়-
i. ASCII code
ii. EBCDIC code
iii. Unicode
BCD কোড ব্যবহূত হয় যে কাজে-
i. জটিল হিসাব-নিকাশে'।
ii. কম্পিউটারের BIOS এর তারিখ সংরক্ষণে
iii. বিভিন্ন ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডে নম্বর প্রদর্শনে
'An Investigation of the laws of thought' গ্রন্থটি জর্জ বুল কর্তৃক কোন সালে প্রকাশিত হয়?