জিন্নাহ চৌদ্দ দফা উপস্থাপন করেন কত সালে?
জিন্নাহর চৌদ্দ দফায় ফুটে উঠেছে-
জিন্নাহর চৌদ্দ দফায় কোন শাসনব্যবস্থা প্রবর্তন করার কথা বলা হয়?
জিন্নাহর চৌদ্দ দফায় কেন্দ্রীয় আইন সভার মোট আসন সংখ্যার কত অংশ মুসলমানদের জন্য সংরক্ষিত রাখার কথা বলেন?
চৌদ্দ দফা অনুযায়ী বোম্বে প্রেসিডেন্সি থেকে কোন প্রদেশকে পৃথক করতে হবে?
চৌদ্দ দফা অনুযায়ী সাংবিধানিক পরিবর্তনের জন্য কী প্রয়োজন?
জিন্নাহর চৌদ্দ দফায় কোন সম্ভাবনাটি দেখা দিয়েছিল?
গোলটেবিল বৈঠকের মূল উদ্দেশ্য কী?
প্রথম গোলটেবিল বৈঠক কত সালে বসে?
দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে বসে?
তৃতীয় গোলটেবিল বৈঠক কত সালে বসে?
সাম্প্রদায়িক বাটোয়ারা কত সালে ঘোষণা করা হয়?
গান্ধী কোন দলের প্রতিনিধি হিসেবে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশ নেন?
প্রথম গোলটেবিল বৈঠকে সদস্য সংখ্যা ছিল কত?
গোলটেবিলের প্রথম অধিবেশনে ব্রিটেনের পক্ষে যোগ দেন কতজন সদস্য?
কারা গোলটেবিল বৈঠকের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন শুরু করে?