ভারতে ব্রিটিশ শাসকদের মধ্যে উদারপন্থি ছিলেন-
i. লর্ড বেন্টিংক
ii. লর্ড ডালহৌসি
iii. লর্ড রিপন
নিচের কোনটি সঠিক?
মুসলিম লীগের উদ্দেশ্য হলো-
i. ব্রিটিশদের বিরোধিতা করা
ii. ব্রিটিশদের প্রতি আনুগত্যের মনোভাব পোষণ করা
iii. মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা
মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কী ছিল?
কত সাল থেকে ভারতে ব্রিটিশ শাসন শুরু হয়?
কত সালে মহারানি ভিক্টোরিয়া ঘোষণার মাধ্যমে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটান?
স্বত্ববিলোপ নীতি পরিত্যক্ত করা হয় কার সময়ে?
কে ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন?
'ভারত বিভাগ ছাড়া ভারতে শান্তি প্রতিষ্ঠার কোনো বিকল্প পথ -নেই' উক্তিটি কার?
মহারানি ঘোষিত রাজকীয় সনদের প্রধান ধারা কয়টি?
ধর্মীয় ক্ষেত্রে ভারতীয়দের পূর্ণ স্বাধীনতার আশ্বাস দেন কে?
ব্রিটিশদের ত্রাণকর্তা হিসেবে কে উপাধিপ্রাপ্ত হন?
স্যার জন লরেন্সের পরে কে ভারতের ভাইসরয় নিযুক্ত হন?
ভারতে সর্বপ্রথম আদমশুমারি বিভাগ কে উদ্বোধন করেন?
ভারতে কে সর্বপ্রথম পরিসংখ্যান বিভাগের উদ্বোধন করেন?
ভারতে সর্বপ্রথম কৃষি ও বাণিজ্য বিভাগের উদ্বোধন করেন কে?
লর্ড মেয়োর শাসনকাল বিশেষভাবে উল্লেখযোগ্য হওয়ার কারণ কী?
লর্ড মেয়ো কীভাবে মৃত্যুবরণ করেন?
লর্ড মেয়োর পরে কে ভারতের ভাইসরয় নিযুক্ত হন?
মহারানি ভিক্টোরিয়াকে 'ভারত সম্রাজ্ঞী' হিসেবে ঘোষণা করেন কে?
কত সালে লর্ড কার্জন ভারতের ভাইসরয় নিযুক্ত হন?