কী উদ্দেশ্য নিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয়?
ইংরেজরা হুগলিতে বাণিজ্যকুঠি স্থাপন করে কত সালে?
ইংরেজরা কত সালে তাদের সব বাণিজ্যকুঠি একত্রিত করে একটি কাউন্সিল প্রতিষ্ঠা করে?
ইংরেজদের গঠিত কাউন্সিলের সদর দপ্তর স্থাপিত হয় কোথায়?
ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে কোন নগরী গড়ে ওঠে?
কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে?
ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত?
ফোর্ট উইলিয়াম দুর্গ কার নামে নির্মিত হয়?
ইংরেজরা ফররুখশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে কত সালে?
সম্রাট ফররুখশিয়রের কত সালের ফরমানকে ইংরেজরা কোম্পানির ম্যাগনাকার্টা বলে?
ইংরেজরা কাদের কাছ থেকে পন্ডিচেরি দুর্গ জয় করে?
ইংরেজরা কত সালে পন্ডিচেরি বাণিজ্যকুঠি দখল করে নেয়?
ইংরেজরা কাদের কাছ থেকে চন্দননগর দুর্গ লাভ করে?
ইংরেজরা ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয়- i. উন্নত সমরকৌশল প্রয়োগ করেii. সূক্ষ্ম কূটকৌশল প্রয়োগ করেiii. চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিস্তার করে
নিচের কোনটি সঠিক?
ভারতবর্ষে স্থাপিত ইংরেজদের প্রথম ও দ্বিতীয় বাণিজ্যকুঠি হলো-i. সুরাট ও মসলিমপট্টমii. সুরাট ও কাশিমবাজারiii. কাসিম বাজার ও মসলিমপট্রমনিচের কোনটি সঠিক?
আলীবর্দী খান প্রথমে কোথাকার শাসনকর্তা ছিলেন?
আলীবর্দী খান কাকে পরাজিত করে বাংলার নবাব হন?
সরফরাজ খান নিহত হন কোন যুদ্ধে?
গিরিয়ার যুদ্ধ হয় কত সালে?
সিরাজ-উদ-দৌলা কত সালে জন্মগ্রহণ করেন?