ভার্সাই চুক্তি অনুসারে জার্মানি কতটি সাবমেরিন রাখার অধিকার পায়?
ভার্সাই সন্ধির সময় জার্মানি কী হিসেবে পরিচিত ছিল?
অধিকাংশ মনীষী ভার্সাই সন্ধির মূল্যায়নে মন্তব্য করেছেন-
i. এটি একটি আরোপিত ও এক তরফা চুক্তি
ii. এ চুক্তি পরবর্তী যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছে
iii. এ চুক্তি উগ্র জাতীয়তাবাদ উদ্ভবে ভূমিকা রেখেছে
নিচের কোনটি সঠিক?
ভার্সাই সন্ধির ফলে-
i. প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে
ii. জার্মানের উপর ক্ষতিপূরণ চাপিয়ে দেয়া হয়
iii. জার্মানকে হেয় করা হয়
ভার্সাই সন্ধির ভৌগোলিক ধারাগুলো-
i. জার্মানির আলসেস প্রদেশ ফ্রান্সকে প্রদান
ii. জার্মানির হেরিগোরান্ডের নৌঘাটি বিলুপ্তি
iii. জার্মানির একটি প্রদেশ ডেনমার্ককে প্রদান
জাতিপুঞ্জের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি?
লীগ অব নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা কে?
চৌদ্দ-দফা উত্থাপন করেন কে?
জাতিপুঞ্জ গঠিত হয়েছিল উড্রো উইলসনের কত দফার ভিত্তিতে?
কয়টি সাংগঠনিক সংস্থা নিয়ে জাতিপুঞ্জ গঠিত হয়েছিল?
লীগ অব নেশনস-এর কয়টি শক্তিশালী অঙ্গ ছিল?
লীগ অব নেশনস-এর কাউন্সিলের স্থায়ী সদস্য ছিল কতটি?
লীগ অব নেশনস-এর প্রথম অধিবেশন কখন অনুষ্ঠিত হয়?
আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা গড়ে ওঠে কত সালে?
জাতিপুঞ্জ গঠনে কোন দেশের ভূমিকার কথা বলা হয়েছে?
লীগ অব নেশনস প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
ⅰ. বৈশ্বিক সংকট দূর করা
ii. বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা
iii. আন্তর্জাতিক বিরোধ মীমাংসা করা
লীগ অব নেশনস এর বিলুপ্তির কারণ-
i. জাপান, ইতালি ও জার্মানির আক্রমণাত্মক কার্যকলাপ
ii. বিশ্ব নেতৃবৃন্দের কাছে লীগ অব নেশনসের প্রয়োজনীয়তা নেই
iii. যৌথ নিরাপত্তার দায়বদ্ধতা পালনে ব্রিটেন ও ফ্রান্সের ব্যর্থতা
ভার্সাই চুক্তির বিরোধিতা করে কোন রাষ্ট্র?
কত বছরের মধ্যে ভার্সাই সন্ধিটি ভেঙে পড়ে?
ভার্সাই শান্তি চুক্তিতে কীসের ইচ্ছা প্রাধান্য পায়?