ফরাসি অধিকৃত কোন ঘাঁটি ইংরেজরা প্রথম দখল করে?
ডুপ্লে ছিলেন জাতিতে-
ইংরেজদের ভারতবর্ষে বাণিজ্য করার আগ্রহ যোগায়-
i. পর্তুগিজদের বাণিজ্যিক সাফল্য
ii. ওলন্দাজদের বাণিজ্যিক সাফল্য
iii. ভারতবর্ষের বিপুল, ধনসম্পদ
নিচের কোনটি সঠিক?
সপ্তদশ শতকে ইংরেজ বণিকদের যুদ্ধনীতি গ্রহণ করার প্রেক্ষাপট হলো-
i. বাংলায় মুঘলদের দুর্বলতা
ii. মালাবারে দস্যুদের নাশকতামূলক কাজ
iii. মারাঠাদের সুরাট আক্রমণ
কী উদ্দেশ্য নিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয়?
ইংরেজরা কত সালে তাদের সব বাণিজ্যকুঠি একত্রিত করে একটি কাউন্সিল প্রতিষ্ঠা করে?
ইংরেজদের গঠিত কাউন্সিলের সদর দপ্তর স্থাপিত হয় কোথায়?
ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে কোন নগরী গড়ে ওঠে?
কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে?
ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত?
ফোর্ট উইলিয়াম দুর্গ কার নামে নির্মিত হয়?
ইংরেজরা ফররুখশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে কত সালে?
সম্রাট ফররুখশিয়রের কত সালের ফরমানকে ইংরেজরা কোম্পানির ম্যাগনাকার্টা বলে?
ইংরেজরা কাদের কাছ থেকে পন্ডিচেরি দুর্গ জয় করে?
ইংরেজরা কত সালে পন্ডিচেরি বাণিজ্যকুঠি দখল করে নেয়।
ইংরেজরা ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয়-
i. উন্নত সমরকৌশল প্রয়োগ করে
ii. সূক্ষ্ম কূটকৌশল প্রয়োগ করে
iii. চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিস্তার করে
ভারতবর্ষে স্থাপিত ইংরেজদের প্রথম ও দ্বিতীয় বাণিজ্যকুঠি হলো-
i. সুরাট ও মসলিমপট্টম
ii. সুরাট ও কাশিমবাজার
iii. কাসিম বাজার ও মসলিমপট্টম
আলীবর্দী খান প্রথমে কোথাকার শাসনকর্তা ছিলেন?
আলীবর্দী খান কাকে পরাজিত করে বাংলার নবাব হন?
সরফরাজ খান নিহত হন কোন যুদ্ধে?