নেপোলিয়ন কতটি আঞ্চলিক পশুপ্রজনন কেন্দ্র স্থাপন করেন?
"তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব"- উক্তিটি কার?
নেপোলিয়নের আইনবিধির বৈশিষ্ট্য হলো-
i. সামন্ততন্ত্রের লোপ
ii. বিচারব্যবস্থায় জুরিপ্রথা চালু
iii. সকল নাগরিকের সমান মর্যাদা প্রদান
নিচের কোনটি সঠিক?
মহাদেশীয় ব্যবস্থার ফলে ঘটে-
i. জাহাজ শিল্পের উন্নতি'
ii. ইংল্যান্ডের ওপর বাণিজ্যিক অবরোধ
iii. কৃষি শিল্পের উন্নতি
কোড নেপোলিয়ন নীতির তাৎপর্য হলো-
i. যোগ্যদের চাকুরি দেয়া
ii. বন্দিদের মর্যাদা দেয়া
iii. সুষ্ঠু বিচার ব্যবস্থা
উদ্দীপকে উল্লেখিত শ্রেণির সাথে ফরাসি বিপ্লব-পূর্ব কোন শ্রেণির মিল দেখা যায়?
উক্ত সুবিধাভোগী শ্রেণির উপার্জনের প্রধান মাধ্যম কোনটি?
উদ্দীপকে মি. 'X'-এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?
উল্লিখিত মনীষীর কার্যক্রম-
উদ্দীপকের সাথে ফ্রান্সে সংঘটিত বিপ্লবে কাদের ভূমিকার মিল রয়েছে?
উক্ত বিপ্লবে তারা ভূমিকা পালন করেছিলেন-
i. ব্যাপক জনমত সৃষ্টির মাধ্যমে
ii. রাজতন্ত্রের অযৌক্তিকতা প্রমাণের মাধ্যমে
iii. বিপ্লবী কর্মকাণ্ডের মাধ্যমে
উদ্দীপকে যে সামাজিক শ্রেণির কথা বলা হয়েছে তার প্রথম শ্রেণিভুক্ত ছিল-
উক্ত শ্রেণি যে সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করতো-
i. নিষ্কর সম্পত্তি ভোগ করতো
ii. গির্জার আঁয়ের অধিকাংশ ভোগ করতো
iii. গুরুত্বপূর্ণ সামরিক পদগুলো লাভ করতো
উদ্দীপকে উল্লিখিত বর্ণনার সাথে ফরাসি বিপ্লব-পূর্ব কোন শ্রেণির সাদৃশ্য দেখা যায়?
উত্ত সুবিধাভোগী শ্রেণির উপার্জনের প্রধান মাধ্যম কোনটি?