নিচের যুক্তিটি কোন আরোহের দৃষ্টান্ত?
রহিম নয় অমর
করিম নয় অমর
যদু ইত্যাদি মানুষ নয় অমর
∴ কোনো মানুষ নয় অমর
আরোহ পদ্ধতির স্তর কোনটি?
আরোহের পরম নিয়ম কোনটি?
প্রকৃত আরোহ কোনটি?
i: বৈজ্ঞানিক আরোহ
ii. পূর্ণাঙ্গ আরোহ
iii. অবৈজ্ঞানিক আরোহ
নিচের কোনটি সঠিক?
'আরোহ পদ্ধতির স্তর' হচ্ছে-
i. নিরীক্ষণ ও প্রকল্প গঠন
ii. সার্বিকীকরণ ও প্রমাণ
iii. সিদ্ধান্ত প্রতিষ্ঠা
বৈজ্ঞানিক আরোহের পরম নিয়ম হলো-
i. প্রকৃতির একানুরূপতা সম্পর্কে
ii. কার্যকারণ সম্পর্কে
iii. পরীক্ষণ সম্পর্কে
স্বতঃসিদ্ধ পরম নিয়ম কোনটি?
i. প্রকৃতির একানুরূপতা
ii. কার্যকারণ নীতি
iii. প্রকৃতির ঐক্য
কারণ সর্বদাই একটি-
i. বাস্তব ঘটনা
ii. প্রাকৃতিক ঘটনা
iii. ইন্দ্রিয়গ্রাহ্য ঘটনা
বহুকারণবাদের অযথার্থতা প্রমাণের উপায় হচ্ছে-
i. কার্যের বিশেষ স্বরূপ নির্ণয় করা
ii. কারণকে সার্বিকীকরণ করা
iii. কারণের সংজ্ঞার সাথে এর অসামঞ্জস্যতা প্রদর্শন করা
আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি ------ যুক্তিবাক্য।
আরোহ অনুমানের মূল লক্ষ্য হচ্ছে --- সত্যতাকে অর্জন করা।
অবরোহ অনুমান আমাদেরকে কেবল -- সত্যতা দিতে পারে।
নিরীক্ষণ আরোহ অনুমানের কেমন ভিত্তি?
i. আকারগত
ii. বস্তুগত
iii. বৈজ্ঞানিক
কার্যকারণ নিয়ম আরোহ অনুমানের কেমন ভিত্তি?
নিরীক্ষণের পরিসর পরীক্ষণের তুলনায়-
নিরীক্ষণের তুলনায় পরীক্ষণ একটি- প্রক্রিয়া
কারণ হলো কার্যের --- ঘটনা।
পরীক্ষণের সাহায্যে একটি--- সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।
বহুকারণবাদ অনুসারে একটি কার্যের কয়টি কারণ থাকে?
i. একটি
ii. বহু
iii. দুটি
নিচের কোনটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখ?