"মানুষ হয় জীব"- যুক্তিবাক্যে জীব হলো শ্রেণি। কারণ- i. মানুষ পদের অপেক্ষা জীব পদ ব্যাপকতরii. জীব পদটি মানুষ পদটিকে অন্তর্ভুক্ত করেছেiii. মানুষ এবং জীব পদের মধ্যে সম্পর্ক বিদ্যমাননিচের কোনটি সঠিক?
"সকল মানুষ হয় জীব"- আশ্রয়বাক্যে মানুষ পদটি উপজাতি এবং জীব পদটি জাতি। কারণ- i. জীবের ব্যক্তার্থ মানুষের ব্যার্থের চেয়ে বেশিii. মানুষ পদের অর্থ জীব পদের চেয়ে সীমিত।iii. জীবের ব্যক্তার্থ মানুষের ব্যন্তর্থের চেয়ে কম
নিচের কোনটি সঠিক?
জাতি এবং উপজাতির মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো- i. দুটোই শ্রেণিবাচক সাপেক্ষ পদii. একটি ছাড়া অন্যটি অর্থহীন হয়ে পড়েiii. জাতির অর্থ সার্বিক, উপজাতির অর্থ বিশেষ।
দ্রব্য হলো পরতম জাতি। কারণ- i. ব্যক্তার্থ বেশি ii. অন্যকোনো শ্রেণিতে অন্তর্ভুক্ত করা যায় নাiii. এটি শ্রেণিবাচক পদ
ক্ষুদ্রতম উপজাতির অন্যতম বৈশিষ্ট্য হলো- i. ক্ষুদ্রতম উপজাতি কখনো জাতিতে পরিণত হয় নাii. ক্ষুদ্রতম উপজাতির ব্যার্থ সবচেয়ে বেশিiii. এ উপজাতিকে আর কোনো ক্ষুদ্রতম উপজাতিতে বিভক্ত করা যায় না
অনুচ্ছেদে বিশেষভাবে নির্ধারিত শব্দটি অর্থবহন করে- i. শ্রেণিবাচক পদেরii. জাতিরiii. উপজাতির,নিচের কোনটি সঠিক?
এ প্রকল্পের সাথে সম্পৃক্ত নয়-
i. নাম ও পিতার নাম মিল থাকায় একজন ব্যক্তিকে পুলিশ কর্তৃক গ্রেপ্তার
ii. টলেমির ভূকেন্দ্রিক প্রকল্প
iii. কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক প্রকল্প