"মানুষ হয় জীব"- যুক্তিবাক্যে জীব হলো শ্রেণি। কারণ- i. মানুষ পদের অপেক্ষা জীব পদ ব্যাপকতরii. জীব পদটি মানুষ পদটিকে অন্তর্ভুক্ত করেছেiii. মানুষ এবং জীব পদের মধ্যে সম্পর্ক বিদ্যমাননিচের কোনটি সঠিক?
"উপজাতি হচ্ছে একটি ক্ষুদ্রতম শ্রেণি যা অন্তর্ভুক্ত হয় এমন কোনো বৃহত্তম শ্রেণির সাথে সম্পর্কের দিক দিয়ে বিবেচিত হয়, অন্যকথায় উপজাতি হচ্ছে জাতির অতর্ভুক্ত একটি সংকীর্ণতর শ্রেণি।"- কথাটি কে বলেছেন?
"সব মানুষ হয় ছাত্র"- আশ্রয়বাক্যে উপজাতি পদ কোনটি?
"সকল মানুষ হয় জীব"- আশ্রয়বাক্যে মানুষ পদটি উপজাতি এবং জীব পদটি জাতি। কারণ- i. জীবের ব্যক্তার্থ মানুষের ব্যার্থের চেয়ে বেশিii. মানুষ পদের অর্থ জীব পদের চেয়ে সীমিত।iii. জীবের ব্যক্তার্থ মানুষের ব্যন্তর্থের চেয়ে কম
নিচের কোনটি সঠিক?
জাতি এবং উপজাতির মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো- i. দুটোই শ্রেণিবাচক সাপেক্ষ পদii. একটি ছাড়া অন্যটি অর্থহীন হয়ে পড়েiii. জাতির অর্থ সার্বিক, উপজাতির অর্থ বিশেষ।
বিদ্যুৎ-এর পানি তৈরির দৃষ্টান্ত বিজ্ঞানের কোন সূত্রকে নির্দেশ করে?
রসায়নবিদ হিসেবে বিদ্যুৎ-এর বিজ্ঞানভিত্তিক এ গবেষণা যুক্তিবিদ্যার কোন অনুমানের ওপর প্রতিষ্ঠিত?
"উপজাতিগুলো জাতির অন্তর্ভুক্ত" কোন দৃষ্টিকোণ থেকে যুক্তিটি সত্য?
"জাতি উপজাতির অন্তর্ভুক্ত"- কোন দৃষ্টিকোণ থেকে যুক্তিটি সত্য?
যে শ্রেণিকে সর্বাধিক ব্যার্থের কারণে অন্য কোনো শ্রেণির অন্তর্ভুক্ত করা যায় না তাকে কী জাতি বলে?
দ্রব্য, চেতন ও অচেতন সবকিছু কোন জাতির উদাহরণ?
দ্রব্য হলো পরতম জাতি। কারণ- i. ব্যক্তার্থ বেশি ii. অন্যকোনো শ্রেণিতে অন্তর্ভুক্ত করা যায় নাiii. এটি শ্রেণিবাচক পদ
যে ক্ষুদ্রতম উপজাতির চেয়ে আর কোনো ক্ষুদ্র উপজাতি হয় না তাকে কোন উপজাতি বলে?
ক্ষুদ্রতম উপজাতির অন্যতম বৈশিষ্ট্য হলো- i. ক্ষুদ্রতম উপজাতি কখনো জাতিতে পরিণত হয় নাii. ক্ষুদ্রতম উপজাতির ব্যার্থ সবচেয়ে বেশিiii. এ উপজাতিকে আর কোনো ক্ষুদ্রতম উপজাতিতে বিভক্ত করা যায় না
বৃহত্তর জাতি এবং ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণিগুলোকে কোন জাতি বলে ?
ক্ষুধা বা তৃষ্ণা মানুষের কী ধরনের উপলক্ষণ?
অনুচ্ছেদে বিশেষভাবে নির্ধারিত শব্দটি অর্থবহন করে- i. শ্রেণিবাচক পদেরii. জাতিরiii. উপজাতির,নিচের কোনটি সঠিক?
'সবাই মানুষ কিন্তু সৎ মানুষ নয়'- যুক্তিবাক্যে 'মানুষ' পদটি কিসের প্রতীক?
ভবিষ্যদ্বাণী প্রকল্পের কততম প্রমাণ?
এ প্রকল্পের সাথে সম্পৃক্ত নয়-
i. নাম ও পিতার নাম মিল থাকায় একজন ব্যক্তিকে পুলিশ কর্তৃক গ্রেপ্তার
ii. টলেমির ভূকেন্দ্রিক প্রকল্প
iii. কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক প্রকল্প