সত্যসারণির উপাদান বাক্য নিয়ে গঠিত স্তম্ভগুলোকে কী বলে?
সত্যসারণির অনুভূমিক লাইনগুলো কী নামে পরিচিত?
সত্যসারণির সারিসংখ্যা নির্ধারণের সূত্র কী?
উপাদানের সংখ্যা ১টি হলে কতটি সারি হবে?
সত্যসারণির যৌগিক বচন p . q হলে সারি হবে-
i. 22 টি
ii. 4 টি
iii. ২ × ২ টি
নিচের কোনটি সঠিক?
সত্যসারণির যৌগিক বচন (p . q) v r হলে, কতটি সারি হবে?
প্রতীকী যুক্তিবিদ্যায় কোনো যৌক্তিক যোজকের সাহায্যে দুই বা ততোধিক অঙ্গবচনকে সংযুক্ত করলে যে যৌগিক বচনের উদ্ভব হয় তাকে কী বলে?
প্রতীকী যুক্তিবিদ্যার অন্যতম মৌলিক পদ্ধতি হলো-
i. সত্যসারণি
ii. বৈধতা অবৈধতা নির্ণয়
iii. বচনের সত্যতা নির্ণয়
সত্যসারণি প্রতীকী যুক্তিবিদ্যার কোন অংশে আলোচনা করা হয়?
'⊃' কোন বাক্যের প্রতীক?
'কিংবা' যৌক্তিক যোজকটি কোন বাক্যে ব্যবহার হয়?
'নয়' যৌক্তিক যোজকটি কোন বাক্যে ব্যবহার হয়?
(p⊃q). (r⊃s) – যুক্তিটির প্রতীকী রূপটি কোন বচনের দৃষ্টান্ত?
সংযোজকের প্রতীক রূপ কোনটি?
সংযৌগিক বাক্যে যৌক্তিক যোজক রূপে ব্যবহার হয়-
i. এবং ক
ii. ও
iii. আর
'p.q' আকারটিকে কোন অপেক্ষক বলে?
'যদি তুমি আস তবে আমি যাব।' – দৃষ্টান্তটি কোন যৌগিক বাক্য থেকে সংগৃহীত?
প্রাকল্পিক বাক্যের দৃষ্টান্তটি-
i. একটি সরল বচন
ii. দুটি সরল বচনের সমষ্টি
iii. একটি যৌগিক বচন
'S⊃R' আকারটিকে কোন অপেক্ষক বলে?
বৈকল্পিক বাক্যে যৌগিক যোজক রূপে ব্যবহার হয়-
i. অথবা
ii. কিংবা
iii. হয় . . . . . . না হয়