প্রতীক ব্যবহারের মাধ্যমে মিতব্যায়ী হওয়া যায়-
i. চিন্তার দিক থেকে
ii. শ্রমের দিক থেকে
iii. অর্থের দিক থেকে
নিচের কোনটি সঠিক?
কোনো কিছুকে নির্দেশ করার, বোঝার ও ব্যক্ত করার জন্য লিখিত চিহ্নকে বলে-
প্রতীককে কয় ভাগে ভাগ করা হয়?
কোনো আকারের অনুরূপ নিয়মকে কী বলা হয়?
'শান্তা তার সাথে পাঠশালায় গিয়েছে।'- এখানে 'তার' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
নিচের কোন বাক্যটি বাস্তবতার সাথে সংগতিপূর্ণ?
রাইমা বাবার সাথে হাঁটার সময় রাস্তায় 'লাল বাতি' দেখতে পায়। রাইমার দেখা এ বাতিটি কিসের প্রতীক?
নিচের কোন শাব্দিক প্রতীকটি অস্পষ্ট?
যুক্তিবিদ্যায় যুক্তিবাক্যের প্রতীক কোনগুলো?
রবি দৈনিক শেষ রাতে আজানের ধ্বনি শুনতে পায়। এটি যুক্তিবিদ্যায় কিসের অন্তর্গত?
প্রতীকী যুক্তিবিদ্যা অবরোহধর্মী কারণ এটি-
আভাস প্রদানের সংকেত কোনটি?
'সঠিক উত্তরটির পাশে (√) টিক চিহ্ন দাও'- এ বাক্যটি নিচের কোন বিষয়টিকে প্রকাশ করে?
সরল বােেক্য-
i. একটি বিবৃতি থাকে
ii. একাধিক বিবৃতি থাকে
iii. কোনো বিবৃতি থাকে না
যেসব যৌগিক বাক্যে 'এবং', 'ও', 'আর' থাকে সেগুলো হলো-
যে যৌগিক বচনে 'যদি এবং কেবল যদি' থাকে তাকে বলে-
প্রতীককে সম্পূর্ণভাবে অর্থবহ করতে প্রয়োজন-?
i. বিশেষ চিহ্ন
ii. প্রতীকায়িত বিষয়
iii. একজন ব্যাখ্যা প্রদানকারী '