যুক্তিবিদ ব্যাডলি, ওয়ালটন ও কার্ডেথ রিড মিল এর পাঁচটি পরীক্ষণাত্মক পদ্ধতির মধ্যে কয়টিকে মৌলিক বলে যুক্তি দেখিয়েছেন?
যেহেতু আরোহ যুক্তিবিদ্যায় মি এর পদ্ধতিগুলোর সাহায্যে বিশেষ ঘটনার মধ্য থেকে সার্বিক কার্যকারণ সম্পর্কে উপনীত হওয়া যায়, সেহেতু এগুলোকে কী পদ্ধতি বলা যায়?
নিরীক্ষণের অভিজ্ঞতা এই দৃষ্টিকোণ থেকে পরীক্ষণমূলক পদ্ধতিগুলোকে কী বলে অভিহিত করা যৌক্তিক?
প্রতিবেদক অনুকল্প বলতে কী বোঝায়?
একটি প্রকল্প বৈধ হতে হলে কী হতে হয়?
প্রকল্পের স্তর কয়টি?
'আলো হচ্ছে তরল প্রকৃতির'- এটি কোন ধরনের প্রকল্প?
Hypothesis শব্দটির অর্থ কী?
প্রকল্প প্রমাণের একটি উপায় হলো-
'রাহু নামক দেবতা চন্দ্রকে গ্রাস করলে চন্দ্রগ্রহণ হয়।'- এটি কোন ধরনের প্রকল্প?
প্রকল্পের সংজ্ঞা দিয়েছেন কে?
প্রকল্প হলো-
প্রকল্প হলো আরোহ অনুমানের প্রারম্ভিক বিন্দু। -উক্তিটি কার?
একটি প্রকল্পকে বৈধ হতে হলে কী হতে হয়?
প্রকল্পের শর্ত হলো-
i. প্রকল্পকে প্রমাণযোগ্য হতে হবে
ii. প্রকল্পকে প্রাসঙ্গিক হতে হবে
iii. প্রকল্পকে সুনির্দিষ্ট হতে হবে
নিচের কোনটি সঠিক?
"Only Vera Cause are to be admitted in explanation of phenomena." - উক্তিটি কার?
কাজ চালানো প্রকল্প হলো-
i. অসম্পূর্ণ প্রকল্প
ii. সাময়িক প্রকল্প
iii. কার্যকরী প্রকল্প
নিচের কোনটি বৈধ প্রকল্পের শর্ত?
প্রকল্প বলতে আমরা কী বুঝি?