প্রকল্প গঠনের উপায়কে কী হিসেবে গণ্য করা হয়?
যুক্তিবিদ জেভন্স প্রকল্পের উৎস হিসেবে কিসের কথা উল্লেখ করেছেন?
'সব মানুষ হয় দ্বিপদ'- এর সরল আবর্তন কী?
আনুমানিক ধারণার ভিন্নতার ভিত্তিতে যুক্তিবিদ কার্ডেথ রিড কয় ধরনের প্রকল্পের কথা উল্লেখ করেছেন?
টেবিল থেকে ঘড়ি চুরি হলে বাড়ির কাজের ছেলেকে চোর হিসেবে অনুমান করা হয়। এটি কোন ধরনের প্রকল্প?
চরম দৃষ্টান্ত প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মধ্যকার সংঘাত নিরসনে-
বিজ্ঞানের ক্ষেত্রে প্রকল্পের ব্যবহার-
i. অপ্রয়োজনীয়
ii. অপরিহার্য
iii. আবশ্যকীয়
নিচের কোনটি সঠিক?
প্রকল্প প্রমাণে একটি উপায় হলো-
i. বাস্তব সমন্বয়
ii. ঘটনা সমন্বয়
iii. আরোহ সমন্বয়
প্রকল্পের স্তর কয়টি?
যুক্তিবিদরা যাচাইকরণকে কয় ভাগে ভাগ করেন?
কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেওয়ার আনুমানিক ধারণাকে কী বলে?
'রাহু নামক দেবতা চন্দ্রকে গ্রাস করলে চন্দ্রগ্রহণ হয়।'- এটি কোন ধরনের প্রকল্প?
নিরীক্ষণ ও পরীক্ষণের সাহায্যে প্রকল্প প্রমাণ করাকে কী বলে?
প্রকল্পের প্রয়োজনীয়তা হলো-
i. প্রকল্প ব্যবহারিক জীবনে সহায়ক
ii. প্রকল্প বৈজ্ঞানিক অনুসন্ধানকে সুগম করে
iii. প্রকল্প কোনো ঘটনা বা বিষয়ের ব্যাখ্যাদানে ভূমিকা রাখে
প্রকল্প হলো-
i. আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণা
বৈধ বা সুসংগত প্রকল্পকে-
i. সুনির্দিষ্ট হতে হবে
ii. বাস্তব কারণভিত্তিক হতে হবে
iii. পরীক্ষামূলকভাবে সমর্থনযোগ্য হতে হবে
প্রকল্প হলো কোনো ঘটনার-
প্রকল্প কয় প্রকার?
প্রকল্পকে সব সময়-
i. নির্দিষ্ট হতে হবে
ii. যৌক্তিক হতে হবে
iii. স্ববিরোধী হতে হবে