বর্ণিত অনুচ্ছেদ অনুযায়ী 'পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে'- এটি কোন তত্ত্বকে নির্দেশ করে?
উদ্দীপকে কোন আরোহের চিত্র ফুটে উঠেছে?
উক্ত আরোহকে বিশ্লেষণ করলে যেসব বৈশিষ্ট্য ফুটে উঠে-
i. নিরীক্ষণভিত্তিক তথ্য অনুপস্থিত
ii. জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ অনুপস্থিত
iii. আরোহমূলক উল্লম্ফন অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
অনুচ্ছেদে কোন আরোহের চিত্র নির্দেশিত হয়েছে?
X ও Y এর সাথে সাদৃশ্যপূর্ণ-
i. ওয়েলটন
ii. হিউয়েল
iii. মিল
আরোহটিকে প্রকৃত আরোহ না বলার যথার্থ কারণ-
i. এতে আরোহের মূল উপাদান উল্লম্ফনের অনুপস্থিতি
ii. সার্বিক বাক্যের বৈশিষ্ট্য এতে অনুপস্থিত
iii. কার্যকারণ অনুপস্থিত
উদ্দীপকে তথ্য-১ দ্বারা কোন ধরনের আরোহ প্রকাশ করে?
তথ্য-১ ও তথ্য-২ দ্বারা আরোহের যে রূপগুলো প্রকাশ পায় তা হলো-
i. বৈজ্ঞানিক
ii. অবৈজ্ঞানিক
iii. যুক্তিসাম্যমূলক
চরম দৃষ্টান্ত প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মধ্যকার সংঘাত নিরসনে-
বিজ্ঞানের ক্ষেত্রে প্রকল্পের ব্যবহার-
i. অপ্রয়োজনীয়
ii. অপরিহার্য
iii. আবশ্যকীয়
প্রকল্পের স্তর কয়টি?
যুক্তিবিদরা যাচাইকরণকে কয় ভাগে ভাগ করেন?
কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেওয়ার আনুমানিক ধারণাকে কী বলে?
'রাহু নামক দেবতা চন্দ্রকে গ্রাস করলে চন্দ্রগ্রহণ হয়।'- এটি কোন ধরনের প্রকল্প?
নিরীক্ষণ ও পরীক্ষণের সাহায্যে প্রকল্প প্রমাণ করাকে কী বলে?
যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্য একটি প্রকল্প গঠন করা হয়, সেটি ছাড়া অন্যান্য ঘটনাকে ব্যাখ্যা করতে পারার প্রকল্পের গুণের নাম কী?
প্রকল্পের প্রয়োজনীয়তা হলো-
i. প্রকল্প ব্যবহারিক জীবনে সহায়ক
ii. প্রকল্প বৈজ্ঞানিক অনুসন্ধানকে সুগম করে
iii. প্রকল্প কোনো ঘটনা বা বিষয়ের ব্যাখ্যাদানে ভূমিকা রাখে
প্রকল্প হলো-
i. আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণা
বৈধ বা সুসংগত প্রকল্পকে-
i. সুনির্দিষ্ট হতে হবে
ii. বাস্তব কারণভিত্তিক হতে হবে
iii. পরীক্ষামূলকভাবে সমর্থনযোগ্য হতে হবে