১৯৭০ সালের নির্বাচনের সূদুরপ্রসারী ফলাফল হচ্ছে-
i. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি সুদৃঢ় হয়
ii. মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টি হয়
iii. পাকিস্তানের সংহতি সুদৃঢ় হয়
নিচের কোনটি সঠিক?
মৌলিক অধিকার বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণিত রয়েছে?
প্রজাতন্ত্রের পক্ষে জটিল আইনের ব্যাখ্যা প্রদান করেন কে?
মহামান্য রাষ্ট্রপতি সরকারী কর্মকমিশন অধ্যাদেশ জারি করেন কোন সালে?
মিঃ 'ক' পূর্বে কোন পদে অধিষ্ঠিত ছিলেন?
মিঃ 'ক' এর ক্ষেত্রে বলা যায়—
i. বর্তমানে তার বয়স ৬৫ এর কম
ii. রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত
iii. প্রার্থীদের নির্বাচনি ব্যয় পর্যবেক্ষণ করা
উদ্দীপকে কোন দেশের সংবিধান প্রণয়নের ইঙ্গিত রয়েছে?
উক্ত সংবিধানটি উত্তম সংবিধান হিসেবে বিবেচিত হওয়ার কারণ -
i. লিখিত
ii. মৌলিক অধিকারের সন্নিবেশ
iii. প্রথা নির্ভর
মি. 'X' এর সাথে তোমার পঠিত কোন নেতার সাদৃশ্য লক্ষ্য করা যায়?
মি. 'X' এর প্রস্তাবনায় ছিল
i. মুসলিম সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে ভারত বিভক্তি
ii. ভারতে কিছু অঞ্চলের স্বায়ত্তশাসন
iii. কংগ্রেসের রাজনীতির প্রতিবাদী প্রস্তাব
মিঃ 'Z' এর অপরাধের সর্বোচ্চ শাস্তি কত বছর?
মিঃ 'Z' এর এরূপ কার্যকলাপের কারণ-
i. অধিক মুনাফার প্রত্যাশা
ii. খাদ্যদ্রব্যের পচনশীলতা রোধ
iii. নৈতিক মূল্যবোধের অভাব
মি. Y এর আন্দোলনের সাথে কোন আন্দোলনের সাদৃশ্য আছে?
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলন ছিল মূলত –
i.সামাজিক আন্দোলন
ii. ধর্মীয় আন্দোলন
iii. রাজনৈতিক আন্দোলন
ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ কে?
ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন?
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে?
১৯৭১
1972
১৯৭৫
১৯৯৩
সিপাহী বিদ্রোহ হয় কত সালে?
ব্রিটিশ-ভারতের প্রদেশগুলোতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় কত সালে?
ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উপস্থাপক কে?