"যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না"।--উক্তিটি কার?
কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য?
লি পিং চীনা গণমাধ্যম কর্মী। সরকারের সমালোচনা করায় সরকার তাকে জেলে পাঠায়। এতে লী পিং-এর যে অধিকারটি ক্ষুণ্ণ হয়েছে—
প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কী?
বিশ্বব্যাংক সর্বপ্রথম কত সালে 'সুশাসন' প্রত্যয়টি ব্যবহার করে?
লর্ড ব্রাইসের মতে আইন মান্য করার কারণ হল-
i. দায়বদ্ধতা
ii. অপরের প্রতি শ্রদ্ধা
iii. শাস্তির ভয়
নিচের কোনটি সঠিক?
বিশ্ব মানবাধিকার দিবস কোনটি?
জাতীয়তা হচ্ছে—
i. সামাজিক চেতনা
ii. মানসিক ধারণা ও অনুভূতি
iii. রাজনৈতিক চেতনা
রাজনৈতিক দলের কাজ কোনটি?
সরকারের অংগ কয়টি?
“মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব”- উক্তিটি কার?
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
কোন ধরনের শাসন ব্যবস্থায় জনগণ অধিক স্বাধীনতা ভোগ করে?
বাংলাদেশে কোন ধরনের দল ব্যবস্থা বিদ্যমান?
উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রটিতে কোনটির অভাব রয়েছে?
রাষ্ট্রটির সরকার উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো নিশ্চিত করতে পারবে—
i. দুর্নীতি নিয়ন্ত্রণ করে
ii. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার মাধ্যমে
iii. প্রশাসনিক স্বচ্ছতার মাধ্যমে
হাসান সরকারের কোন বিভাগে কর্মরত?
উক্ত বিভাগের স্বাধীনতা রক্ষায় করণীয়-
i. তাঁদের পর্যাপ্ত ও সম্মানজনক বেতন ভাতা প্রদান
ii. যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগদান
iii. শাসন বিভাগের সাথে অভিন্ন সম্পর্ক গড়ে তোলা
আসমা কোন ধরনের স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছিল?
কর্তৃপক্ষের সমান মজুরি প্রদানের মধ্য দিয়ে সমাজে কী প্রতিষ্ঠিত হয়?
i সামাজিক সাম্য
ii. অর্থনৈতিক সামা
iii. রাজনৈতিক সাম্য
কোনটি সঠিক?