ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করা যায় না কারণ-
i. সরকারের কাজগুলো পৃথক নয়
ii. অঙ্গসমূহের অসহযোগিতা বাড়ে
iii. সম্পূর্ণ পৃথকীকরণ বাঞ্ছনীয় নয়
নিচের কোনটি সঠিক?
তথ্য অধিকার আইনের কত নম্বর ধারা অনুসারে নাগরিকের তথ্য লাভে অধিকার রয়েছে?
কোনো জাতির রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায় তার—
i. মূল্যবোধ
ii. দৃষ্টিভঙ্গি
iii. জাতীয় ক্ষমতা
জনমত বলতে বুঝায়?
এক জাতি, এক দেশ, এক নেতা'- কোন সরকার ব্যবস্থার আদর্শ-
উক্ত আইনটি পাস হয় কখন?
উক্ত আইন যথাযথ কার্যকর হলে
i. নাগরিক অধিকার নিশ্চিত হবে
ii. জবাবদিহিতা নিশ্চিত হবে
iii. নাগরিকদের সচেতনতা বাড়বে
সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য?
বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার বাধা কোনটি?
রাজনৈতিক দলের কাজ হলো-
i. সরকার গঠন করা
ii. সরকারের সমালোচনা করা
iii. দলীয় স্বার্থ রক্ষা করা
নিচের কোনটি রাজনৈতিক সাম্যের উদাহরণ?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
"সার্বভৌম শাসকের আদেশই আইন”- উক্তিটি কার?
'?' চিহ্নিত স্থানে কী বসবে?
উক্ত বিষয়টি ছাড়া নিচের কোন ধরনের সরকার ব্যবস্থা অসম্ভব?
সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধান একই ব্যক্তি হয় কোন ধরনের সরকার ব্যবস্থায়?
'Law' শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
আইনের অনুশাসন বলতে বোঝায়—
i. কেউই আইনের ঊর্ধ্বে নয়
ii. বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না
iii. সবাই আইনের চোখে সমান
নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে?
গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি পেলে জনগণ-
i. অধিকার সচেতন হবে
ii. কর্তব্য সচেতন হবে
iii. অধিক সংখ্যক রাজনৈতিক দল গঠন করবে