জাতিসংঘ কর্তৃক মানবাধিকারসমূহ গৃহীত ও ঘোষিত হয় ১৯৪৮ সালের—
আইনের শাসন বলতে বোঝায়—
i. আইন হবে সার্বভৌম
ii. অপরাধীকে শাস্তি দেয়া
iii. আইনের চোখে সবাই সমান
নিচের কোনটি সঠিক?
আমলারা কোন ধরনের নেতৃত্বের অধিকারী?
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজ হলো—
i. সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা
ii. সমস্বার্থ ও সমমনোভাবাপন্ন লোকদের সংগঠিত করা
iii. নির্বাচনি কর্মকাণ্ডে অংশগ্রহণ করা
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি তোমার পঠিত কোন বিষয়ের ১৫ সাথে সাদৃশ্যপূর্ণ?
উক্ত বিষয়টি স্বাধীনতায় যেভাবে প্রভাব ফেলবে —
i. অসাম্যকে দূর করে
ii. গণতান্ত্রিক অধিকার ভোগ করবে
ii. ব্যক্তি ও সমাজ জীবনকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে
কোন অধিকারবলে মিজানের পরিবার আবেদনটি করেছে।
E-Governance SMART GOVERNMENT বলেছেন কে?
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
"নাগরিকতার সাথে জড়িত সব প্রশ্ন যে শাস্ত্ৰ আলোচনা করে তাই পৌরনীতি।”—উক্তিটি কার?
সুশাসনের জন্য প্রয়োজন—
'Civics' শব্দটি এসেছে ল্যাটিন শব্দ—
i. Civis ii. Civitas iii. Civites
সামাজিক স্বাধীনতা হলো-
স্বাধীনভাবে চলতে না পারায় সোনিয়ার কোন জাতীয় অধিকার ক্ষুণ্ণ হয়?
উদ্দীপকে উল্লিখিত কর্মকাণ্ডের ফলে—
i. আইন অবমাননা হবে
ii. মানবাধিকার লঙ্ঘিত হবে
iii. শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে
বিশ্বব্যাংকের কত সালের সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়?
“সার্বভৌমের আদেশই আইন।”—উক্তিটি কার?
লর্ড ব্রাইসের মতে কয়টি কারণে মানুষ আইন মেনে চলে?
দুর্নীতি প্রতিরোধে সহায়ক শক্তি হিসেবে কাজ করে—
উদ্দীপকে তোমার পঠিত কোন বিষয়টির ইঙ্গিত রয়েছে?