কিছু ব্যক্তির সমন্বয়ে কোনটি গড়ে ওঠে?
খেলাধুলা, সংগীত চর্চা, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান কীসের অন্তর্ভুক্ত?
ব্যক্তির সামাজিক জীবনে বৈচিত্র্য আনে-
i. খেলার মাঠ
ii. ধর্মীয় প্রতিষ্ঠান
iii. বিদ্যালয়
নিচের কোনটি সঠিক?
ধর্মীয় প্রতিষ্ঠান উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ব্যক্তির-
i. সামাজিকীকরণে
ii. সমাজজীবনে
iii. রাজনৈতিক জীবনে
বিদ্যালয়ে শিশু যাদের সংস্পর্শে আসে-
i. বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রী
ii. প্রতিবেশী, আত্মীয়স্বজন
iii. শিক্ষক-কর্মচারী
জৈব-সামাজিক উপাদান এবং মানব সৃষ্ট কৃত্রিম পরিবেশ বাদে আর প্রায় সবই কোন উপাদানের অন্তর্ভুক্ত?
'প্রতিভাবানদের নিয়ে গবেষণা করলে দেখা যায়, প্রতিভা এবং দক্ষতা বংশগতির সূত্রে প্রাপ্ত'- উক্তিটি কার?
'নিম্ন শ্রেণির লোকদের ছেলেমেয়েদের বুদ্ধিমত্তার চেয়ে উচ্চ শ্রেণির সন্তানদের বুদ্ধিমত্তা অনেক বেশি'-কথাটি কে বলেছেন?
বাংলাদেশে জুন ও ডিসেম্বর মাসে অপরাধের মাত্রা বেড়ে যায়। এর কারণ-
সর্বপ্রথম শক্তিশালী অভিজাত শ্রেণি কোথায় গড়ে ওঠে?
কোনটি জৈবিকভাবে নয় বরং সামাজিক উত্তরাধিকার হিসেবে পরবর্তী প্রজন্মে গৃহীত হয়ে থাকে?
উৎপাদন কৌশলের বৈপ্লবিক পরিবর্তন কোন সমাজের গোড়াপত্তন করে?
সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ওপর ভৌগোলিক প্রভাব নিবিড় না হওয়ার কারণ কোনটি?
হানটিংটনের গবেষণা মতে কত ডিগ্রি তাপমাত্রায় মানসিক দক্ষতা ও বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি?
মধ্যমানের ব্যক্তিকে যতই অনুকূল ও উপযুক্ত পরিবেশ দেওয়া হোক না কেন, সে তার প্রতিভার উন্নতি ঘটতে ব্যর্থ হবে'- উক্তিটি কার?
'সভ্যতার শ্রেষ্ঠতম ফসল ফলেছে অবকাশের ক্ষেত্রে।'- কথাটি কে বলেছেন?
পরিবারের বাইরে শিশুর প্রথম পদচারণা ঘটে কার সাথে ?
একটি শিশু নীতি, আদর্শ ইত্যাদি বিষয়ে সাধারণ ধারণা কোথা হতে পেয়ে থাকে?
'সব আবহাওয়া মানুষের স্বাধীনতার অনুকূল নয়'- কার উক্তি?
বংশগত সূত্রে পিতামাতা থেকে সন্তানদের মধ্যে উত্তরাধিকার সূত্রে বর্তায়-
i. শরীরের রং ও গড়ন
ii. জ্ঞান ও পারদর্শিতা
iii. রোগ প্রতিরোধ ক্ষমতা