সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছিল কেন?
সমাজবিজ্ঞানের সংজ্ঞায় প্রতিষ্ঠানের ওপর জোর দিয়েছেন নিচের কোন সমাজবিজ্ঞানী?
সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে কোন সমাজবিজ্ঞানী মানবগোষ্ঠী এবং সামাজিক আচরণকে গুরুত্ব দিয়েছেন?
ইশতিয়াক পরীক্ষার খাতায় সমাজবিজ্ঞানের সংজ্ঞা লিখতে গিয়ে সে সমাজবিজ্ঞানকে সামাজিক আচরণ এবং সমাজের সুশৃঙ্খল এবং বস্তুনিষ্ঠ অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করে। সে কোন মনীষী প্রদত্ত সংজ্ঞাটি লিখেছিল?
সামাজিক কার্যাবলির ওপর গুরুত্বারোপ করে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেন কোন মনীষী?
সামাজিক বিজ্ঞানসমূহের অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি?
সমাজবিজ্ঞান কোন বিষয়ের শাখা?
'Sociology is the science of social institutions.' সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
সমাজবিজ্ঞানের প্রথম নাম কী?
'মানব সম্পর্কের বৈজ্ঞানিক জ্ঞান হলো সমাজবিজ্ঞান'- সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
কোন বিষয়টিকে 'The Science of Society' বলা হয়?
সমাজবিজ্ঞানের অধিকাংশ সংজ্ঞার মধ্যে কোন বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে?
ডেভিড পোপেনো সমাজবিজ্ঞানকে যে বিষয়ের অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করেছেন তা হলো-
i. সামাজিক আচরণ
ii. সমাজ
iii. সামাজিক পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
সমাজবিজ্ঞানী রবার্টসন সমাজবিজ্ঞানকে যে বিষয়ের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন বলে আখ্যায়িত করেছেন তা হলো-
i. সামাজিক সম্পর্ক
ii. সামাজিক আচরণ
iii. মানবসমাজ
Logos শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
'Sociology' শব্দটির প্রবক্তা কে?
'সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান'- উক্তিটি কার?
'Socius' কোন ভাষার শব্দ?
সমাজসম্পর্কিত বস্তুনিষ্ঠ পাঠ বা বিশ্লেষণকে কী বলে?
কোন বিষয়কে সামাজিক কর্মকান্ডের বিজ্ঞান বলা হয়?