সমাজজীবন রূপায়ণ ও সমাজজীবনের গণ্ডি বৃদ্ধিতে কোনটি প্রভাবশালী ভূমিকা রাখে?
পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. ব্যক্তির ব্যক্তিত্ব রূপায়ণে
ii. সমাজের মর্যাদাশীল সদস্য হতে
iii. সমাজজীবনের পন্থা-প্রকৃতি রূপায়ণে
নিচের কোনটি সঠিক?
'জৈবিক উপাদানই কোনো জাতির উত্থান-পতনের জন্যে দায়ী' - উক্তিটি কার?
উৎপাদন কৌশলকে কোন সংস্কৃতির পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়?
সমাজজীবনে প্রভাব বিস্তারকারী মৌল উপাদান কয়টি ?
সংঘ-সমিতির কাজের অন্তর্ভুক্ত-
i. খেলাধুলা
ii. সংস্কৃতি চর্চা
iii. বিনোদনমূলক অনুষ্ঠান
নরসিংদীর বাবুরহাটে, পাবনা ও সিরাজগঞ্জে তাঁতশিল্প গড়ে ওঠার পেছনে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানটি ক্রিয়াশীল?
মানুষের আচার-আচরণ, নীতিবোধ গঠনে ভূমিকা রয়েছে-
i. ভৌগোলিক উপাদানের
ii. জৈবিক উপাদানের
iii. সাংস্কৃতিক উপাদানের
উক্ত উপাদানটি প্রভাব বিস্তার করে-
i. সভ্যতা বিকাশের ক্ষেত্রে
ii. পেশা নির্ধারণের ক্ষেত্রে
iii. বুদ্ধিবৃত্তি বিকাশের ক্ষেত্রে
অনুচ্ছেদের পূর্ব আফ্রিকার দৌড়বিদদের এ বৈশিষ্ট্য কোন উৎস থেকে তারা পেয়েছেন?
উক্ত সাংস্কৃতিক বস্তু-
i. সমাজজীবনের রুচিবিধির পরিচয় দেয়
ii. সামাজিক মূল্যবোধের প্রকাশ করে
iii. সামাজিক ঐতিহ্য বজায় রাখে
সামাজিক জীব হিসেবে পরিচিত হওয়ার জন্য মানুষকে কী করতে হয়?
কোনটি ছাড়া সমাজস্থ মানুষের পরিপূর্ণভাবে ব্যক্তিত্বের বিকাশ সাধন সম্ভব নয়?
সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?
আট বছরের রাইন কোনো কিছু করলে তা তার বাবা-মা অপছন্দ এবং নিরুৎসাহিত করেন। ভবিষ্যতে রাইনের ব্যক্তিত্ব কেমন হতে পারে?
হেভিঘার্স্টের মতে, শিশুর সঙ্গীদল তার ব্যক্তিত্বকে কয়ভাবে প্রভাবিত করে?
রাজনৈতিক দল, শ্রমিক সংঘ সাংস্কৃতিক ক্লাব ইত্যাদি কোন ধরনের প্রতিষ্ঠান?
সামাজিকীকরণের আনুষ্ঠানিক বাহন-
i. বিদ্যালয়
ii. পরিবার
iii. রাষ্ট্র
শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ কেমন হওয়া উচিত?
পরিবার ও শিশুর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে তা শিশুর মধ্যে কী ধরনের প্রভাব ফেলে?