অগাস্ট কোঁৎ মানুষের জ্ঞানের প্রাথমিক স্তর হিসেবে কোনটিকে নির্দেশ করেছেন?
ডুর্খেইম তার ক্রিয়াবাদের ব্যাখ্যায় সমাজকে কীসের সাথে তুলনা করেছেন?
মার্কসের মতে উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্কের দ্বন্দ্বকালীন সময়ে সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত হয়?
শ্রেণি সংগ্রামের সাথে যুক্ত তত্ত্ব কোনটি?
মার্কসের মতে, সমাজতান্ত্রিক সমাজে
i. শ্রমিকগণ উৎপাদন উপায়ের মালিকানা পাবে
ii. শ্রমিকগণের রাজনৈতিক ক্ষমতা থাকবে
iii. সামাজিক শোষণ থাকবে
নিচের কোনটি সঠিক?
মার্কসের মতে মানবসমাজ বিভক্ত ছিল
i. পুঁজিবাদী শ্রেণিতে
ii. নিপীড়ক শ্রেণিতে
iii. নিপীড়িত শ্রেণিতে
একই আয় এবং একই ধরনের সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠীকে কী বলা হয়?
কে সমাজবিজ্ঞানের মূলভিত্তি স্থাপন করেন?
হার্বার্ট স্পেন্সারের 'First Principles' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ওয়েবার সমাজের অসমতা ব্যাখ্যা করেছেন
i. শ্রেণির দিক থেকে
ii. মর্যাদার দিক থেকে
iii. ক্ষমতার দিক থেকে
"The Communist Manifesto" গ্রন্থের রচয়িতা কে?
ফ্রান্সের একজন সমাজবিজ্ঞানীর বিখ্যাত সূত্রের সাহায্যে ড. মনসুর সমাজ গবেষণায় নিয়োজিত। এর শেষ স্তরের বিষয়গুলো তাকে আকৃষ্ট করেছে। এর সাথে তুলনা করা যায়-
i. কাল্পনিক শক্তি
ii. বস্তুনিষ্ঠ যুক্তি
iii. পর্যবেক্ষণ
হাসানের মধ্যে মার্কসের কোন তত্ত্বের প্রভাব লক্ষ করা যায়?
'সমাজ অর্থ সহযোগিতা'- উক্তিটি কার?
সমাজের মূলকথা হলো-
i. সামাজিক বন্ধন
ii. পারস্পরিক নির্ভরশীলতা
iii. সামাজিক সংহতি
ক্রমবিবর্তনের ধারায় এবং অত্যন্ত স্বাভাবিকভাবে কীসের উৎপত্তি ঘটেছে?
সমাজ বিবর্তনের রৈখিক ধারার অনুসারী হলেন-
i. অগাস্ট কোঁৎ
ii. হার্বার্ট স্পেন্সার
iii. কার্ল মার্কস
কোন সমাজ ভূমিনির্ভর ছিল?
যান্ত্রিক সংহতি কোন সমাজে দেখা যায়?
সংস্কৃতি আয়ত্ত করা হয় কীসের মাধ্যমে?