James Misdgley সামাজিক উন্নয়নের কয়টি বৈশিষ্ট্য উল্লেখ করেন?
সামাজিক উন্নয়নের প্রধান শর্ত কোনটি?
সামাজিক উন্নয়নের বৈশিষ্ট্যর ক্ষেত্রে বলা যায়-
i. সামাজিক উন্নয়ন সামাজিক কাঠামোগত রূপান্তর
ii. সামাজিক উন্নয়ন একটি কল্যাণধর্মী প্রক্রিয়া
iii. সামাজিক উন্নয়ন একটি সামগ্রিক প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
কুটির শিল্পের উন্নয়নের ফলাফল হিসেবে চিহ্নিত করা হয়-
i. ছদ্ধ বেকারদের চাপ হ্রাস
ii. কৃষির উন্নয়নে
iii. বৈদেশিক মুদ্রা অর্জন
বেসরকারি সংস্থা হচ্ছে-
i. সব সদস্যের সংগৃহীত টাকা দ্বারা পরিচালিত
ii. যেকোনো সমাজের মানুষের ভাগ্য বদল করে
iii. মৌলিক চাহিদা পূরণে সচেষ্ট থাকে
রানা, রনি, রূপক, রণজিৎ নিজেদের সংগৃহীত অর্থ দিয়ে, তাদের এলাকার জনগণের শিক্ষার উন্নয়নের জন্য একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। চার বন্ধুর দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোনটি?
Escap অধিবেশনে সামাজিক উন্নয়নের কয়টি মূল উদ্দেশ্য চিহ্নিত করা হয়?
মানব উন্নয়ন সূচক কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
সরকার এ পর্যন্ত কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে?
VGD- এর পূর্ণরূপ কী?
বর্তমানে 'সমন্বয়' প্রত্যয়টি কোন ক্ষেত্রে বেশ আলোচিত?
বাংলাদেশে প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করা হয়েছে কেন?
মোবাইল ফোনভিত্তিক স্বাস্থ্যসেবা হলো-
মিজান একটি বেসরকারি সংস্থায় কর্মরত যেটি বিশুদ্ধ পানি সরবরাহ এবং পয়ঃব্যবস্থায় কাজ করে। মিজানের সংস্থাটির মতো কতটি সংস্থা উক্ত কাজ করছে?
বেসরকারি সংস্থার ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে তুমি কোনটিকে চিহ্নিত করবে?
সামাজিক উন্নয়নের সূচক হলো-
i. প্রজনন হার
ii. জনসংখ্যার ঘনত্ব
iii. জনসংখ্যা বৃদ্ধির হার
মানবসম্পদ উন্নয়নে বেসরকারি সংস্থাগুলো যে কার্যক্রম সম্পাদন করে-
i. শিশু ও যুব উন্নয়ন
ii. বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান
iii. শিক্ষা প্রদান
জেন্ডার সমতা সূচক হলো শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি। এ ক্ষেত্রে যেটি প্রযোজ্য-
i. মাতৃমৃত্যু
ii. লিঙ্গবৈষম্য
iii. ভূমি বণ্টন
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা হিসেবে যেটির নাম প্রযোজ্য-
i. টেরেডেস হোসম
ii. কেয়ার বাংলাদেশ
iii. কনসার্ন
স্থানীয় বেসরকারি সংস্থা হিসেবে তুমি যেটিকে মূল্যায়ন করবে-
i. BRDA
ii. BARD
iii. RDA