অগাস্ট কোঁৎ ক্রমোচ্চ স্তরবিন্যাসে কোন বিষয়টিকে সর্বনিম্নস্তরে স্থান দিয়েছেন?
অগাস্ট কোঁৎ- এর মতে, সমাজবিজ্ঞান সকল বিজ্ঞানকে কোন নিয়মের অধীনে আনতে সক্ষম?
দৃষ্টবাদকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
অগাস্ট কোঁৎ-এর উল্লিখিত ত্রয়স্তরের প্রথম স্তরে কোন শ্রেণির প্রাধান্য থাকে?
ধর্মতত্ত্বগত স্তরের অনুরূপ সমাজকে কী বলা হয়?
'Positive Philosophy' গ্রন্থটির রচয়িতা কে?
অগাস্ট কোঁৎ প্রদত্ত সূত্রানুযায়ী মানুষের ধারণা এবং জ্ঞানের প্রতিটি শাখা কয়টি স্তরের ভেতর দিয়ে অগ্রসর হয়?
কোঁৎ-এর উল্লিখিত এয়স্তরের কোন স্তরে রাষ্ট্রের উদ্ভব ঘটে?
কোন সমাজব্যবস্থা রাজতন্ত্রের অনুকূলে কাজ করে এবং রাজতন্ত্রকে টিকিয়ে রাখে?
যুদ্ধ এবং বল প্রয়োগ কোন সমাজের প্রধান বৈশিষ্ট্য?
প্রাকৃতিক আইন ও বিধি-বিধান কোন সমাজকে নিয়ন্ত্রণ করে?
কোথায় সামরিক সমাজের বৈশিষ্ট্য লোপ পেতে থাকে এবং শিল্প সমাজের বৈশিষ্ট্যের সূত্রপাত ঘটে?
দৃষ্টবাদ পর্যায়ের অনুরূপ সমাজ কোনটি?
কোন যুগে প্রকৃতির বাইরে ঈশ্বর বা অন্য কোনো চরম সত্তাকে অস্বীকার করা হয়েছে?
সোস্যাল স্ট্যাটিকসের বিষয়বস্তু কী?
অগাস্ট কোঁৎ-এর মতে জ্ঞানের বিকাশের শেষ যুগ কোনটি?
কোন যুগে যাজক এবং পুরোহিতগণের নির্দেশেই সমাজ ও রাষ্ট্র পরিচালিত হতো?
অগাস্ট কোঁৎ কত সালে মৃত্যুবরণ করেন?
অগাস্ট কোঁৎ রচিত গ্রন্থের মধ্যে রয়েছে-
i. The Division of Labour in Society
ii. Positive Philosophy
iii. Positive Polity
নিচের কোনটি সঠিক?
কোঁৎ-এর মতে, আধুনিক সমাজের বৈশিষ্ট্য হলো-
i. বৈজ্ঞানিক চিন্তার প্রসার
ii. শিল্পকর্মের প্রসার
iii. ধর্মীয় চিন্তার প্রসার